বিদ্যালয়টি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা পরিষদের পূর্ব দড়ি চন্ডিবের গ্রামে ৯ নং ওয়াডে অবস্থিত। বিদ্যালয়ে ২২ শতাংশ জমি আছে। বিদ্যালয়টি ৬ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন। দক্ষিণ পাশে মাঠ ও পূব পাশে পাকা রাস্তা, বিদ্যালয় এলাকায় ১০০ বছরের পুরাতন ২টি তাল গাছ আছে।
১৯১৪ সনে ৫বর্গ কিলোমিটার এলাকায় কোন বিদ্যালয় না থাকায় ছেলে মেয়েরা লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে দেখে হাজী হোসেন আলী সাহেব ১৫ শতাংশ জমিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। জনাব আব্দুল লতিফ ভূইয়া, এমপি, প্রতিষ্ঠাতার ছেলে মরহুম মোমতাজ উদ্দিন আহমেদ, (পানি উন্নয়ন বোড তত্বাবধায়ক প্রকৌশলী) টাউন প্রাইমারী স্কুল দ্বিতল ভবন করার সময় জনাব ধন মিয়া ৭ শতাংশ জমি বিদ্যলয়ের নামে দান করেন। মোট ২২ শতাংশ জায়গায় বতমানে বিদ্যালয়টি দ্বিতল বিশিষ্ট পাঁকা দালান। বিদ্যালয়টিতে সুনামের সহিত পাঠক্রম পরিচালনা হচ্ছে। ১৯৮৫ খি. বিদ্যালয়টি উপজেলার মেধ্যে বেষ্ট স্কুল হিসাবে নিবাচিত হন। হাজী হোসেন আলী সাহেব ১৯৯৫ খ্রি পরলোক গমন করেন। বতমানে হাজী সুলতান উদ্দিন সাহেব এর সভাপতিত্বে ১১ সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে বিদ্যালয়টি পরিচালনা হচ্ছে।
বর্তমানে কোন কমিটি নাই
সন পাশের হার
২০০৭- ১০০%,
২০০৮- ১০০%,
২০০৯- ৯৪%,
২০১০- ৯৮%,
২০১১- ১০০%।
২০০৭ খ্রি: ট্যালেন্টপুল: ১জন, সাধারণ: ৪জন,
২০০৮ খ্রি: ট্যালেন্টপুল: ৪জন, সাধারণ: ২জন,
২০০৯ খ্রি: সাধারণ: ১জন,
২০১০ খ্রি: ট্যালেন্টপুল: ৩জন,
২০১১ খ্রি: ট্যালেন্টপুল: ২জন, সাধারণ: ৩জন।
বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী বতর্মানে ইঞ্জিনিয়ার, ডাক্তর ,কর্ণেল সহ রাজনীতিবিদ ও ব্যাবসায়ী রয়েছেন । ভিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করে সুনাম অজন করেছে।
শতভাগ ভতিসহ শতভাগ পাশের হারে পরিণত করতে চেষ্টা করব।
০১৭৪৫৭৭১১২২
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস