বিদ্যালয়টি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ গ্রামে অবস্থিত । বিদ্যালয়টি কালিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয় সংলগ্ল । বিদ্যালয়টির সামনে একটি খেলার মাঠ আছে । দক্ষিন পাশ দিয়ে একটি পুকুর ও একটি রাস্তা আছে । বিদ্যালয় ক্যাচমেন্ট এরিয়ার দক্ষিণ পাশ দিয়ে বয়ে ঘগেছে ব্রম্মপুত্র নদী বিদ্যালয়টি সুন্দর পরিবেশ অবস্থিত ।
বিদ্যালয়টি কালিকাপ্রসাদ গ্রামে অবস্থিত এ গ্রামে আরো ২ টি বিদ্যালয় আচে । বিদ্যালয় গুলো দুরে হওয়ায় ছেলে মেয়েদের কথা চিন্তা করে । সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মো: হাজী কালু মিয়া স্থানীয় জনগণের সহযোগীতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন । হাজী মো: কালু মিয়া সরকারী বাবে বিদ্যালয়টি পাক ভবনে পরিনত করেন । পরবতীর্তে ছাত্র সংখ্যা অধিক হওয়ায় দু তলা ভবনে প্রতিষ্ঠিত করেন । এবং স্থানীয় জনগণের অনুরোধে হাজী মো: কালুমিয়া রেজি: বেস: প্রা: বিদ্যালয় নাম করণ করা হয়েছে ।
বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটি ২০/০৩/২০১০ সালে গঠিত হয় । কমিটির মোট সদস্য সংখ্যা ১২ জন এর মধ্যে পুরুষ ৪ জন এবং মহিলা ৮ জন।
সন পরীক্ষায় অংগ্রহণ পাশের হার
২০০৭- ৯ -৬৬%
২০০৮- ৯ - ৬৬%
২০০৯- ২৯ - ৭৯%
২০১০- ৪৬ - ৯৮%
২০১১- ৬৬ - ১০০%
সাল ট্যারেন্টপুল- সাধারণ মোট
২০০৭ - - -
২০০৮- - ১ ১
২০০৯- - ১ ১
২০১০- - - -
২০১১- - - -
বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী উচ্চ পদে আসীন রয়েছেন।
বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদেরকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১০০% এ + পাবার যোগ্য হিসাবে গড়ে তোলার পরিকল্পনা আছে।
০১৭১০- ১৯৬৯২৪
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস