বিদ্যালয়টি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলাধীন শ্রীনগর Bউনিয়ে অবস্থিত। বিদ্যালয়ের জমির পরিমান ৬০ শাতাংশ বিদ্যালয়টিতে ১ টি দ্বিতল ভবন ১ টি ১ তলা ভবন ও ১ টি আধা পকা ভবন রয়েছে । সামনে ১ টি বড় খেলার মাঠ আছে । মাঠের পশ্চিম পার্শে ১ টি সুন্দর মসজিদ রয়েছে । দক্ষিণ পার্শে মাঠ সংলগ্ন ১ টি মাদ্রাসা আছে ।
পরিষদ থেকে .৫০ কিলোমিটার দুরে অবস্থিত । বিদ্যালয়টি এ গ্রেডভূক্ত । বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয় সংলগ্ন । বিদ্যালয়ের সামনে ১ টি খেলার মাঠ আছে । বিদ্যালয়ে ৪ টি ভবন আছে । তার মধ্যে ১ টি দ্বিতল ভবন আছে ও ৩ টি ১ তলা ভবন আছে । বিদ্যালয়ের পাশ দিয়ে নিরিবিলি ১ টি রাস্তা আছে । বিদ্যালয়টি সুন্দর মনোরম পরিবেশ আছে ।
|
ভৈরব উপজেলার শ্র্রীনগর গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় গ্রামের ছেলে মেয়েরা লেখা পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে দেখে সেB১৯৩৮ সনে অত্র গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তি মো: আBন উদ্দিন পিতা সৌদাগর মিয়া একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য কিছু জায়গা দান করতে চিন্তা ভাবনা করেন । সাথে সাথে আর ও শিক্ষানুরাগী ব্যক্তিবগ‘ জনাব বুসা মিয়া পিত নওয়ারিসা মিয়া গং রা ও বিদ্যালয়ের জন্য জায়গা দানি করতে সম্মতি করেন । পরিশেষে আর ও অন্যান্যদের সহযোগীতায় সবর্মোট ৬০ শতাংশ জমি সংগ্রহ করা হয় । সেBসময় এলাকার গ্রাম প্রধান জনব রঙ্গু মিয়া পিতা আম্বর আলী ও অন্যান্য শিক্ষানুরাগী ব্যাত্তি বগে‘ সক্রিয় সহযোগীতায় ৬০ শতাংশ জমির উপর একটি টিন সেট ঘর নিমা‘ন করে বিদ্যালয়ের কাযর্ক্রম শুরা করা হয় । পরবতীর্তে ০১/০৭/১৯৭৩ খ্রি: বিদ্যালয়টিকে সরকারি করণ করা হয় । বিদ্যালয়ের নাম করণ করা হয় । শ্রীনগর ১ সরকারি প্রা: বিদ্যালয় । বিদ্যালয় প্রতিষ্ঠার আগে এলাকায় কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিলনা এলাকার ছেলে মেয়েদের লেখাপাড়ার কথা চিন্তা করে মোজাফর নামক এক শিক্ষানুরাগী ও ধনাট্যব্যাক্তি ০.৩৯ শতাংশ জমি বিদ্যালয়ের নামে দান করেন। এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মিলে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন এবং বিদ্যালয়টির নাম দেন কমলপুর মোজাফর বেপারী প্রাথমিক বিদ্যালয় । পযায়ক্রমে বিদ্যালয়টি এ অবস্থানে এসেছে ।
|
বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটি ২০/০৩/২০১০ সালে গঠিত হয় । কমিটির মোট সদস্য সংখ্যা ১২ জন এর মধ্যে পুরুষ ৮ জন এবং মহিলা ৪ জন |
সন পরীক্ষায় অংগ্রহণ পাশের হার ২০০৭- ১৪৫ -৭১% ২০০৮- ২০৩ - ১০০% ২০০৯- ১৩৬ - ৯৬% ২০১০- ১৬৭ - ৮০% ২০১১- ১৭৯ - ১০০% |
সাল ট্যারেন্টপুল- সাধারণ মোট ২০০৭ - ১ ১ ২০০৮- - ১ ১২০০৯- ১ ২ ৩ ২০০৯- - ১ ১ ২০১০- - ১ ১ |
জেলায় শেষ্ঠ বিদ্যলয় হিসাবে পরিতি লাভ , রাষ্টিয় প্রোগ্রামে আংশগ্রহন করে বেশ কয়েকবার উপজেল পযার্য়ে ১ম পুরুস্কার লাভ,বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী সচিব Bwঞ্জwbqvi ,ডাক্তার,কর্ণেল সহ রাজনীতি বিদ ও ব্যাবসায়ী সহ অন্যান্য উচ্চ পদে আসীন রয়েছেন ।
|
বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদেরকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১০০% এ + পাবার যোগ্য হিসাবে গড়ে তোলা ।এবং ৮ম শ্রেণী পযর্ন্ত উন্নীত করার পরিকল্পনা রয়েছে । |
০১৭২৬-৩০৯৫২০ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস