অত্র বিদ্যালয়টি আগানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর রাধানগর ও কালিকাপুর এই দুটি গ্রাম নিয়ে বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টিতে বর্তমানে একটি এক তলা ভবন ও একটি টিনসেড ঘর আছে। বিদ্যালয়টির সামনে দক্ষিণ পার্শে ফসলের মাঠ। বর্ষাকালে নৌকা একমাত্র যোগাযোগের মাধ্যম যাতায়ত ব্যবস্থা তেমন ভাল নেই। ২৭ শতাংশ জমির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত।
আগানগর ইউনিয়নের ৩নং ওয়াড এর রাধানগর ও কালিকাপুর এই দুই গ্রামে কোন বিদ্যালয় না থাকায় এলাকায় কিছু বিদ্যানুরাগী মানুষের চেষ্টায় বিদ্যালয়টি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। ফলে দুটি গ্রামে ছেলে মেয়েরা প্রাথমিক শিক্ষার সুযোগপায়।
বর্তমান পরিচালনা কমিটি ২৮/০৪/২০১০ ইং সালে গঠিত। সভাপতি জনাব আশরাফ উদ্দীন আহমদ। সদস্য সংখ্যা ১২ জন। পুরুষ ৯ জন, মহিলা ৩ জন।
পাশের সন পাশের হার
২০০৭ খ্রি: ১০০%,
২০০৮ খ্রি: ১০০%
২০০৯ খ্রি: ৭৯%,
২০১০ খ্রি: ৯৭%,
২০১১ খ্রি: ১০০%।
২০১০ সালে প্রাপ্ত বৃত্তি সাধারন ১টি, ২০১১ সালে ট্যালেন্টপুলে ১টি সাধারন ১টি।
বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী বতর্মানে ইঞ্জিনিয়ার, ডাক্তর, কর্ণেল সহ রাজনীতিবিদ ও ব্যাবসায়ী রয়েছেন । ভিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করে সুনাম অর্জনকরেছে।
একটি আদর্শ বিদ্যালয় হিসাবে অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত করতে চাই। এজন্য ৮ জন শিক্ষক প্রয়োজন।
০১৯১৮৬৮৪৬৮২
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস