বিদ্যালয়টি পৌরসভা ও ইউনিয়নের সংযোগ রাস্তার পাশে অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।
প্রয়াত বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ আব্দুল করিম সাহেবের উদ্যোগে ১৯১৪ সালে তার নিজ ভূমিতে শম্ভূপুর প্রি-প্রাইমারী স্কুল নামে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাতা নিজেই প্রধান শিক্ষকের দায়িত্ব ভার গ্রহন করেন। দেশ স্বাধীনের পর অত্র বিদ্যালয়টি জাতীয় করন হয়।
পরিচালনা কমিটির বর্তমান সভাপতি মোঃ আতিকুল্লাহ। (১২ সদস্য বিশিষ্ট কমিটি)
পাশের সন পাশের হার
২০০৭ খ্রি: ১০০%,
২০০৮ খ্রি: ১০০%
২০০৯ খ্রি: ৭৬%
২০১০ খ্রি: ৭৫%
২০১১ খ্রি: ৯৯%
সন | মোট প্রাপ্ত সংখ্যা | ট্যালেন্টপুল | সাধারন | মন্তব্য |
২০০৭ | ৯ |
|
|
|
২০০৮ | ৪ |
|
|
|
২০০৯ | ৫ |
|
|
|
২০১০ | ৫ |
|
|
|
২০১১ | ২ |
|
|
|
শতভাগ ভর্তি, ঝড়েপড়া কমিয়ে আনা এবং শতভাগ পাশ।
শতভাগ পাশ নিশ্চিতকরন, বৃত্তির সংখ্যা বৃদ্ধিকরন, বিদ্যালয়টি ৮ম শ্রেণী পর্যন্ত উন্নীতকরন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস