কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের অর্ন্তগত সাদেকপুর গ্রামে অবস্থিত। ভৈরব সদর থেকে ১৬ কি.মি. উত্তরে। বিদ্যালয়টিতে ৩টি ভবন রয়েছে এবং ১২টি কক্ষ রয়েছে।
১৯৯০ সনে গ্রামের শিক্ষিত গন্যমান্য ব্যক্তিবর্গের উদ্ধোগে প্রতিষ্ঠিত হয়। ১৯৭৩ সনে বিদ্যালয়টি জাতীয়করণ/সরকারী করা হয়।
জনাব আঃ মোতালিব সাহেবকে সভাপতি করে ১০/০৩/২০১০ ইং তারিখে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। ৯ জন পুরুষ ও ৩ জন মহিলা সদস্য।
পাশের সন পাশের হার
২০০৭ খ্রি: ৯২%,
২০০৮ খ্রি: ৮৫%,
২০০৯ খ্রি: ৯০%,
২০১০ খ্রি: ৯২%,
২০১১ খ্রি: ৯৮%।
সন | মোট প্রাপ্ত সংখ্যা | ট্যালেন্টপুল | সাধারন | মন্তব্য |
২০০৭ | ২ | ১ | ১ |
|
২০০৮ | ২ | ০ | ২ |
|
২০০৯ | ১ | ০ | ১ |
|
২০১১ | ১ | ০ | ১ |
|
পাশের হার ৯৮%
১০০% ভর্তি ও পাশ করানো।
০১৭২৬৭৯৯৪২
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস