Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রাকৃতিক সম্পদ

ভৈরব উপজেলায় বিদ্যমান প্রাকৃতিক সম্পদের বিবরণঃ

 

ভৈরব উপজেলায় প্রাকৃতিক সম্পদ বলতে কিছু নাই কিন্তু নদী ও খাল বিল রয়েছে। যার মাধ্যমে মৎস উৎপাদনে স্থানীয় চাহিদা পূরণ করেও দেশের বিভিন্ন স্থানে রপ্তানী করা হয়। এছাড়াও প্রাকৃতিক সম্পদের মধ্যে প্রধান অর্থকারী ফসল হিসাবে ধান, গম, ভুট্রা, বাদাম, মরিচ উৎপাদনে  ইত্যাদিকে ধারা হয়।

 

প্রাকৃতিক সম্পদের নামউৎসের বিবরণ
০১। ভৈরব উপজেলায় ধান প্রধান অর্থকারী ফসলএলাকার অধিকাংশ এলাকায় ধান উৎপন্ন হয়। সবেচেয়ে বেশি ধান উৎপন্ন হয় জোয়ান শাহী হাওড়ে।
০২। গম ভৈরব উপজেলার বিভিন্ন এলায় উৎপন্ন হয়। 
০৩। বাদাম আরেকটি অর্থকারী ফসল ভৈরবের বিভিন্ন এলাকায় উৎপন্ন  হয়।এলাকার অধিকাংশ এলাকায় উৎপন্ন হয়।
০৪। মরিচ ভৈরবের একটি অন্যতম অর্থকারী ফসল।ভৈরব উপজেলার বিভিন্ন জায়গায় মরিচ উৎপাদন হয়।