কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধুনগর গ্রামের বিদ্যালয়টি অবস্থিত। গ্রামের ঠিক মধ্যে খানে মনোরম পরিবেশে বিদ্যালয়ের অবস্থান।
১৯৩৮ সনের গ্রামের প্রভাবশালী এক ব্যাক্তির মাধ্যমে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিনা পরিশ্রমে বিদ্যালয়টি পরিচালনা করেছেন কয়েকজন শিক্ষক। জনাব মোঃ জব্বার সাহেব ও আঃ হানিফ সাহেব জমি দানের ফলে বিদ্যালয়টি হয়।
বর্তমানে কমিটির সংখ্যা ১২ জন। মোট মহিলা সদস্য ৫ জন।
পাশের সন পাশের হার
২০০৭ খ্রি: ৭০%,
২০০৮ খ্রি: ৮৪%,
২০০৯ খ্রি: ৭৪%,
২০১০ খ্রি: ৬৬%,
২০১১ খ্রি: ১০০%।
বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী বতর্মানে ইঞ্জিনিয়ার, ডাক্তর ,কর্ণেল সহ রাজনীতিবিদ ও ব্যাবসায়ী রয়েছেন । ভিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করে সুনাম অজন করেছে।
ভবিষ্যতে বিদ্যালয়টিকে ৮ম শ্রেণীতে উন্নিত করলে এলাকার ছাত্র ছাত্রীদের শিক্ষার প্রসার ঘটবে।
০১৭১৭-৮৪৪৮৮৮
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS