বিদ্যালয়টি কিশোরগঞ্জ জেলার, ভৈরব উপজেলার, শিমুলকান্দি ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডে অবস্থিত। বিদ্যালয়ে জমির পরিমান ৩৩ শতাংশ। এটি একটি একতলা ভবন। বিদ্যালয়টি পূর্বমুখী। বিদ্যালয়ের সামনে ছোট মাঠ আছে। বিদ্যালয়ের সামনের দিকে বয়ে গেছে বাগনামারা বিল।
তুলাকন্দি গ্রামে কোন বিদ্যালয় না থাকায় অত্র গ্রামে ছেলেমেয়েরা পড়ালেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে দেখে গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ হাজী সাদত আলী, জামির খাঁ, উলি মাহমুদ, সিদ্দিক মেম্বার, ফুল মাহমুদ, হাসান আলী সরদার, আঃ বারি, মুসলিম খাঁ, আঃ হামিদ, আয়দর বেপারী তাদের যৌথ প্রচেষ্টায় বিদ্যালয়টি বাস্তবে রূপলাভ করে। বিদ্যালয়ের জমিদাতা নিম্নরুপ:
১। হাজী সাদত আলী,
২। লাল মাহমুদ,
৩। আব্দুল ছাত্তার,
৪। মোছলেম উদ্দিন,
৫। হাজী আঃ মজিদ।
বর্তমান পরিচালনা কমিটি ১৫/০৫/২০১০ সালে গঠিত হয়। সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন। কমিটির সদস্য সংখ্যা-১২ জন। পুরুষ: ৫ জন, মহিলা: ৭ জন, মোট ১২ জন।
পাশের সন পাশের হার
২০০৭ খ্রি: ১০০%,
২০০৮ খ্রি: ৯০%,
২০০৯ খ্রি: ১০০%,
২০১০ খ্রি: ১০০%,
২০১১ খ্রি: ১০০%।
বর্তমানে উপবৃত্তি পাচ্ছে ১৪২ জন শিশু। তন্মধ্যে ১২০টি একক কার্ড ও ১২টি যৌথ কার্ড।
বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী ভিবিন্ন কলেজে অধ্যয়নরত আছেন ।
ভবিষ্যতে বিদ্যালয়টিতে শ্রেণীকক্ষ স্বল্পতা হেতু একটি দ্বিতল ভবনের নির্মানের পরিকল্পনা রয়েছে।
০১৮১৬-২৯৩৯৭২
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS