বিদ্যালয়টি দ্বিতল ভবন বিশিষ্ট। নিচ তলায় ৩টি শ্রেণীকক্ষ, দোতলায় ২টি শ্রেণীকক্ষ এবং অসিফ কক্ষ রয়েছে। শিক্ষকদের জন্য পুরোনো একটি টয়লেট থাকলেও শিক্ষার্থীদের জন্য কোন টয়লেট নেই।
১৯৩৮ খ্রি: বিদ্যালয় জমিদাতা হাজী আঃ মজিদ মিয়া তিন কক্ষ বিশিষ্ট ১টি টিনের ঘর নির্মান করেন। পরবর্তিতে স্থানীয় জনগন এর সহায়তায় ৪ কক্ষবিশিষ্ট দালান নির্মান করা হয়। সরকারি অনুদানে কয়েকবার সংস্কার করা হয়েছে। ২০০৭ সালে PEDP 2 এর সহায়তায় দ্বিতল ভবন নির্মান করা হয়েছে।
২০১০ সালের ২৫ মার্চ থেকে বর্তমান পরিচালনা কমিটি বিদ্যালয়ের জন্য কাজ করছে। জনাব বশির আহম্মেদ এ কমিটির সম্মানিত সভাপতি।
পাশের সন পাশের হার
২০০৭ খ্রি: ৭৮%,
২০০৮ খ্রি: ২৫%,
২০০৯ খ্রি: ৫৩%,
২০১০ খ্রি: ৯৪%,
২০১১ খ্রি: ১০০%।
২০০৭ সালে ট্যালেন্টপুল বৃত্তি ১ জন সাধারন ২ জন। ২০০৯ সালে সাধারন ১ জন। ২০১১ সালে ট্যালেন্টপুল ১জন ও সাধারন বৃত্তি ২জন।
শতভাগ ভর্তি নিশ্চিত করা হয়েছে। ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় শতভাগ পাশ অর্জন করা হয়েছে।
বিদ্যালয়ে নতুন ভবন হবে। শিক্ষার্থী অনুপাতে শিক্ষক থাকবে। শিশুদের প্রযুক্তির ব্যবহার জানানোর জন্য কম্পিউটার/ ল্যাপটপ থাকবে। বিদ্যালয়টিকে মডেল স্কুল হিসাবে গড়ে তোলা।
০১৭১০৬৫৬৯৫৯
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS