বিদ্যালয় গৃহটি ইটের দেয়াল উপরে টিনের ছাউনী। গৃহটি ৬ কক্ষ বিশিষ্ট। L আকৃতির পূর্ব পশ্চিমে লম্বা। বিদ্যালয় গৃহটি দক্ষিণমূখী।
জব্বার জুট মিলস একটি বড় পাটকল। মিল কলোনীর পার্শ্বে ঘোড়াকান্দা গ্রামের ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষার সুযোগ করে দেওয়ার নিমিত্বে এই বিদ্যালয়টি গড়ে উঠে। ১৯৮২ সালে বিদ্যালয়টি রেজিষ্টার প্রাপ্ত হয়। বর্তমানে এই বিদ্যালয়টি একটি সূনামধন্য প্রতিষ্ঠান হিসাবে পরিচিত।
১। সভাপতি: পুরুষ ১ জন।
পাশের সন হার
২০০৭ খ্রি: ৯২%,
২০০৮ খ্রি: ৯৪%,
২০০৯ খ্রি: ৭৩%,
২০১০ খ্রি: ৮২%,
২০১১ খ্রি: ১০০%।
২০১১ ইং সনে ২ জন সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে।
শতভাগ ভর্তি ও শতভাগ পাশ।
বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের লক্ষে শ্রেণী কক্ষের পরিবেশ আরও আকর্ষণীয় করন। আরও দক্ষ শিক্ষক নিয়োগ করা সহ পর্যাপ্ত শিক্ষা উপকরন সংগ্রহের পরিকল্পনা হাতে নেওয়া হয়।
০১৭৩৫-৪৬১৩৫৩
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS