বিদ্যালয়টি ৩৩.১৬ শতাংশ জায়গা দ্বারা স্থাপিত। বিদ্যালয়টি টিনসীড ঘর। এতে ৪টি শ্রেণীকক্ষ রয়েছে। একটি অফিস রুম আছে। ৪ জন শিক্ষিকা আছে। ৩৫ জোড়া বেঞ্চ, ৪ টি টেবিল ও ৯ টি চেয়ার আছে। ৫টি দরজা ও ১১ টি জানালা আছে।
বিদ্যালয়টি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। তখন স্কুলটি সবার সিদ্ধান্তক্রমে স্কুলের নাম মিরারচর পূর্ব পাড়া বেসঃ প্রাঃ বিদ্যালয় নামে পরিচিত হয়। ২০০২ সালে স্কুলের সভাপতি ছিল রুপবাদশা পরে ২০১১ সালে সভাপতি হয় জাকির হোসেন।
সভাপতি: জাকির হোসেন।
সহ সভাপতি: আক্তার মিয়া।
সদস্য: হেলু মিয়া, মস্তু মিয়া, নূরুন্নাহার বেগম, মুক্তা বেগম,
নিপা বেগম, জাকির মিয়া, ফরিদুল হাসান টুটুল, আয়েশা বেগম, তাহমিনা আফরোজ।
সদস্য সচিব: রাফিয়া আক্তার।
পাশের সন হার
২০০৭ খ্রি: ৯৫%,
২০০৮ খ্রি: ১০০%,
২০০৯ খ্রি: ১০০%,
২০১০ খ্রি: ৯৭%,
২০১১ খ্রি: ১০০%।
২০০৮ সালে ১ জন। ২০০৯ সালে ১ জন। ২০১০ সালে ১ জন
সমাপনী পরীক্ষায় ২০০৮ ও ২০১১ ইং সালের ১০০% পাশ করিয়াছে
বিদ্যালয়টি যাতে ভবিষ্যতে রেজিস্টার বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয় সে ব্যবস্থা করে দেওয়া এবং বিদ্যালয় ঘরটি যাতে ভবিষ্যতে পাকা হয় সে ভাবে উদ্যোগ নেওয়া। বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করা।
০১৭২৫-২৫৯৩১৫
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS