কিশোরগঞ্জ জেলাধীন বন্দর নগরী ভৈরব উপজেলার হাওড় এলাকায় শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের অন্তর্গত মধ্যেরচর গ্রামে মনোরম পরিবেশে অবস্থিত।
|
চিলোকূট দরবার শরীফের পীরকেবলা শাহ সূফী সৈয়দ আব্দুর রউফ আল ক্বাদরী (রহ:) এর দীর্ঘদিনের স্বপ্ন ছিল সুন্নী মতাদর্শ ভিত্তিক ইসলামী শিক্ষা প্রসারের লক্ষ্যে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করা। এলক্ষ্যে বাস্তবায়নের জন্য তাঁরই সুযোগ্য উত্তরসূরী সৈয়দ মোহাম্মদ মনির হোসেন আল-ক্বাদরী সাহেব দরবার শরীফের খলিফা, ভক্তবৃন্দ ও মুরিদানকে একত্রিত করে পীর সাহেব কেবলার স্বন্নকে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেন। তারই ধারাবাহিকতায় ০১/০১/২০০৩ খ্রিঃ তারিখে ভৈরব উপজেলধীন শিমুলকান্দি ইউনিয়নের মধ্যের চর গ্রামে পীরে কামেল এ.আই.এম মাহবুব উল্লাহ আল-ক্বাদরী সাহেবের সভাপতিত্বে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, মুরিদান ও ভক্তবৃন্দের এক সভা মাদ্রাসা প্রতিষ্ঠা করণের লক্ষ্যে অনুষ্ঠিত হয়। ক্বারী মো: উছমান গণি সাহেবের প্রস্তাব অনুযায়ী উপস্থিত সকলের সম্মতিতে মাদ্রাসার নাম করণ করা হয় শ্রদ্ধাভাজন পীর সাহেব কেবলার নাম অনুসারে “রাউফিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা”। মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিধি অনুযায়ী ব্যক্তির নামে মাদ্রাসার নামকরণের জন্য দশ লক্ষ টাকা মাদ্রাসার ব্যাংক একাউন্টে জমা দিতে হয় বিধায় গদীনেশান পীর সাহেব কেবলার নিজস্ব তহবিল হতে দশ লক্ষ টাকা ০৩/০৫/২০০৯ খ্রি: তারিখে সোনালী ব্যাংক, ভৈরব বাজার শাখায় মাদ্রাসার একাউন্টে জমা প্রদান করা হয়। এছাড়াও মাদ্রাসার নামে ৭৩.৫০ শতাংশ জমি ওয়াকফকৃত রয়েছে। এলাকাবাসীর অনুদানের মাধ্যমে (দৈর্ঘ্য ৪০´প্রস্থ ১০) বর্গ হাতে তিনটি টিনশেড ঘর যা অফিস কক্ষ ও ছাত্রাবাসসহ মোট বারটি কক্ষ রয়েছে। অত্র মাদ্রাসাটি ২০০৩ খ্রি: থেকে এলাকাবাসীর সহযোগীতায় পরিচালিত হয়ে ০১/০১/২০১০ খ্রি: থেকে প্রাথমিক অনুমতি লাভ করে অত্যন্ত সুনামের সহিত সম্পূর্ণ সরকারি কারীকুলাম অনুযায়ী পরিচালিত হয়ে আসছে। উক্ত মাদ্রাসাটির বিভিন্ন পরীক্ষার ফলাফল বরাবরই সন্তুষ্টিজনক।
|
ক্র: নং | নাম ও পদবী | মোবাইল | ঠিকানা |
১ | এ.আই.এম. মাহবুব উল্লাহ সভাপতি | ০১৭১২-১৫৮১৫৪ | শম্ভুপুর |
২ | মোঃ ইছারুহুল্লাহ (ভা:সুপার) সদস্য সচিব | ০১৭১৮-৮৮৬৩০২ | চাতলপাড় |
৩ | মোঃ গোলাপ মিয়া দাতা সদস্য | ০১৭১৪-৭৫৪৭২০ | মধ্যেরচর |
৪ | মোঃ আলী রেজা খান (ফাহিম)শিক্ষানুরাগী | ০১৭১২-২২৪৪১৮ | চন্ডিবের |
৫ | মোঃ উসমান গণিঅভিভাবক সদস্য | ০১৯১৯-৮৮৯৪০৯ | গোছামারা |
বিগত ০১ বছরের সমাপনী ও জেডিসি ফলাফল : |
|
পাবলিক পরীক্ষার ফলাফল (দাখিল) : | প্রযোজ্য নয়। |
৮ম শ্রেণী এ- তিনটি।
অবকাঠামো উন্নয়ন করা। শিক্ষার মানোন্নয়নে বিষয় ভিত্তিক শিক্ষকদের উন্নত প্রশিক্ষণ প্রদান, কম্পিউটার ল্যাবঃ স্থাপন, শ্রেণিকক্ষে পাঠদান ও সহশিক্ষা বাস্তবায়নে আরো জোরালো পদক্ষেপ গ্রহণ করা । |
০১৭১৮-৮৮৬৩০২
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস