Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

রফিকুল ইসলাম মহিলা কলেজ

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

উন্নত আদর্শ, দেশপ্রেম ও মনুষ্যত্ব বিকাশের লক্ষ্যে নারী শিক্ষাপ্রসারের মহান ব্রত নিয়ে ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় রফিকুল ইসলাম মহিলা কলেজ।ব্যতিক্রমী এই শিক্ষাপ্রতিষ্ঠানটি বন্দর নগরী ভৈরব এর বাণিজ্যিক কোলাহল থেকে দূরে এবং শহরতলির নিরিবিলি মনোরম পরিবেশে অবস্থিত।

জমির পরিমাণ: ২ একর

অধীতশাখা ও বিষয়:

উচ্চ মাধ্যমিক- বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ২০টি বিষয় পড়ানো হয়।

স্নাতক (পাস)- বিএ, বিএসএস, বিবিএস ১১ টি বিষয় পড়ানো হয়।

স্নাতক (সম্মান)-ইংরেজি, সমাজকর্ম, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, ও রাষ্ট্রবিজ্ঞান মোট ৫টি বিষয়ে সম্মান কোর্স পড়ানো হয়।

শিক্ষক সংখ্যা – ৪৭ জন।

কর্মচারী সংখ্যা- ১৪ জন।

অবকাঠামো – ২(দুই)টি ত্রিতল পাকা একাডেমিক ভবন ও ১(এক)টি টিনের ঘর।

পাঠাগারে পুস্তক সংখ্যা- ৪২২১টি।

মেয়েদের মসজিদ-১টি|

কলেজ ক্যানটিন- ১টি|

হোস্টেল – ৫(পাঁচ) তলা পাকা সুরম্য হোস্টেল; যেখানে ‍দূরদূরান্তের ৬০০ ছাত্রী অবস্থান করে। কলেজটি কিশোরগঞ্জ জেলার সর্ববৃহৎ নারী শিক্ষা বিদ্যাপীঠ হিসেবে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।