১৮৯৫ সনে মরহুম কাদির বক্স সরকার বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন উত্তর পশ্চিমে ব্রহ্মপুত্র নদ, পূর্বে বাড়ীঘর এবং দক্ষিণে মেইন গেইট, পৌরসভা রোড ও মসজিদ।
১৮৯৫ সনে মরহুম কাদির বক্স সরকার একটি চৌচালা টিনের ঘর বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা করেন। পরে সরকারী অনুদানে ভবনটি স্থাপিত হয়। বতমানে বিদ্যালয়টি দ্বিতল বিশিষ্ট পাঁকা দালান।
সদস্য সংখ্যা: পুরুষ ৭জন, মহিলা: ৫ জন, মেয়াদকাল ৩ বছর।
সন পাশের হার
২০০৭ খ্রি: ১০০%,
২০০৮ খ্রি: ১০০%
২০০৯ খ্রি: ৯৪%
২০১০ খ্রি: ৯৮%
২০১১ খ্রি: ১০০%
২০০৭ খ্রি: ট্যালেন্টপুল: ১জন, সাধারণ: ৪জন,
২০০৮ খ্রি: ট্যালেন্টপুল: ৪জন, সাধারণ: ২জন,
২০০৯ খ্রি: সাধারণ: ১জন,
২০১০ খ্রি: ট্যালেন্টপুল: ৩জন,
২০১১ খ্রি: ট্যালেন্টপুল: ২জন, সাধারণ: ৩জন।
বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী বতর্মানে ইঞ্জিনিয়ার, ডাক্তর ,কর্ণেল সহ রাজনীতিবিদ ও ব্যাবসায়ী রয়েছেন । ভিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করে সুনাম অজন করেছে।
শতভাগ ভতিসহ শতভাগ পাশের হারে পরিণত করতে চেষ্টা করব।
০১৭৪৫৭৭১১২২
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস