কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় ঝাগড়ারচর দারুচ্ছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসাটি বিদ্যমান। যোগাযোগ : ভৈরব থেকে রেল অথবা বাস যোগে কালিকাপ্রসাদ ষ্টেশনে নেমে পশ্চিম দিকে সিদ্দিরচর বাজার রাস্তার পাশে প্রায় দুই কিলোমিটার পরেই মনোরাম পরিবেশে স্বাস্থ্যসম্মত জায়গায় মাদ্রাসাটি উপস্থিত। প্রতিষ্ঠানটির স্বজাতীয় প্রতিষ্ঠানের দুরুত্ব:- ৮ কিলোমিটার পূর্বে আদর্শ দাখিল মাদ্রাসা ভৈরব। ১০ কিলোমিটার দক্ষিণে কোন মাদ্রাসা নাই। ১০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দুলাল কান্দি দাখিল মাদ্রাসা, বেলাব। পশ্চিম দিকে স্বজাতীয় কোন মাদ্রাসা নেই। ৫ কিলোমিটার উত্তরে মৌলভী কেরামত আলী মাদ্রাসা, ভৈরব। |
১৯৭৮ খ্রি: সনে মরহুম হাজী আ: বারী মিয়ার অক্লান্ত শ্রমের বিনিময়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়।প্রথম পর্যায়ে মাদ্রাসাটি ইবতেদায়ী পর্যন্ত মঞ্জুরী পায়। এই পর্যায়ে কিছুদিন চলার পর বিভিন্ন কারণে উহা বন্ধ হয়ে যায়। ২০০২ খ্রি: সনে বর্তমান ভারপ্রাপ্ত সুপার জনাব মো: তাজুল ইসলাম পুনরায় মাদ্রাসাটি চালু করেন এবং ২০০৩ খ্রি: সনে প্রথম নবম শ্রেণী খোলার অনুমতি পায়। ২০০৫ খ্রি: সনে ২০ জন ছাত্রী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ১৮ জন ছাত্রী কৃতকার্য হয়। ২০০৬ খ্রি: সনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রথম স্বীকৃতি লাভ করে। মহামান্য রাষ্ট্রপতির সুযোগ্য ছেলে আলহাজ্ব নাজমুল হাসান পাপন ও ভৈরবের আওয়ামীলীগ সভাপতি জনাব সায়দুল্লাহ মিয়ার মিয়ার সুদৃষ্টি ও আন্তরিকতার ফলে ২০১০ সালের মে মাসে মাদ্রাসাটি এম.পি.ও. ভূক্ত হয়।
বর্তমান পরিচালনা কমিটির তথ্য | এডহক ১। খোরশেদ আলম, উপজেলা নির্বাহী অফিসার, ভৈরব, কিশোরগঞ্জ ও সভাপতি। ২। মোঃ তাজুল ইসলাম, ভারপ্রাপ্ত সুপার। সদস্য সচিব। ৩। মোঃ আতাউর রহমান, সহ সুপার, শিক্ষক প্রতিনিধি। ৪। জিল্লুর রহমান, অভিভাবক সদস্য। |
বিগত ৫ বছরের সমাপনী |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
পাবলিক পরীক্ষার ফলাফলঃ |
|
একজন ছাত্রী ২০১০ সালে এ+ প্রাপ্ত হয়েছে।
ভবিষ্যতে মাদ্রাসাটি আলিম শ্রেণী খোলার পরিকল্পনা রয়েছে।
০১৭২১-১৫১৫৩৭
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস