কিশোরগঞ্জ জেলাধীন বন্দর নগরী ভৈরব উপজেলার হাওড় এলাকায় ৪নং গজারিয়া ইউনিয়ন পরিষদের অন্তর্গত বাঁশগাড়ী গ্রামেআদর্শ বাজারের উত্তর পার্শ্বে বিদ্যমান।
বাঁশগাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসাটি ০১/০১/১৯৭৭ খ্রিঃ তারিখে প্রতিষ্ঠিত হয়। উক্ত প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জনাব মৌলভী আলহাজ্ব আব্দুল হাই সাহেব তাঁরঅক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এলাকার জনাব মোঃ দোয়াগাজী, জনাব মোঃ আরিজ উদ্দিন, জনাব হাজী ইসলমাইল, আলহাজ্ব মমতাজ উদ্দিন, জনাব মোঃ শাহাব উদ্দিন, জনাব মোঃ মফিজ উদ্দিন, জনাব মোঃ আব্দুল মজিদ, সাবেক মেম্বার মোঃ ইলিয়াছ মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে প্রতিষ্ঠিত হয়। প্রিন্সিপাল রিয়াজ উদ্দিন সাহেবের সোনার কাঠির স্পর্শে মৌলভী আব্দুল হাই সাহেবের প্রিয় বন্ধু মাওলানা মজিবুর রহমানের ঐকান্তিক সহযোগীতায় ১৯৮৪ খ্রিঃ সনে মাদরাসাটি স্বীকৃতি লাভ করে এবং একই সময়ে এম.পি.ও ভূক্ত হয়ে অত্যন্ত সুনামের সহিত সম্পূর্ণ সরকারী কারিকুলাম অনুযায়ী পরিচালিত হয়ে আসছে । অত্র মাদরাসায় এক তলা বিশিষ্ট দুইতলা ফাউন্ডেশনের একটি বিল্ডিং রয়েছে। যা বর্তমান মহামান্য রাষ্ট্রপতি ১৯৯৬ সনের ভৈরব এর অহংকার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী থাকাকালীন ১৯৯৮ খ্রিঃ সনে বিল্ডিংটি মঞ্জুর করেন এবং ভবনটি নির্মিত হয়। মাদরাসার দাখিল পরীক্ষার ফলাফল বরাবরই সন্তোষজনক। ২০১০ খ্রিঃ সনে এই মাদরাসা হতে একজন ছাত্রী গোল্ডেন এ+ পাই, ৮ম সমাপণী পরীক্ষার ফলাফল ও সন্তোষকজনক। তাছাড়া ইবতেদায়ী সমাপণী পরীক্ষা ২০১১ এর ফলাফল ১০০% । |
ক্র: নং | নাম | পদবী | মোবাইল | ঠিকানা |
১ | কাজী আঃ হামিদ | সভাপতি | ০১৭১১-৫৩৪৮৪৯ | বাঁশগাড়ী, ভৈরব কিশোরগঞ্জ |
২ | মোঃ সাইদুর রহমান কাউছার | শিক্ষানুরাগী সদস্য | ০১৭২১-৯৯৯৯২৯ | বাঁশগাড়ী, ভৈরব, কিশোরগঞ্জ |
৩ | আঃ কাইয়ুম | শিক্ষক প্রতিনিধি | ০১৭১২-৭২১৫৪২ | গজারিয়া, ভৈরব, কিশোরগঞ্জ |
৪ | মোঃ শহিদুল্লাহ | শিক্ষক প্রতিনিধি | ০১৯২৩-৮৪৬৪৩২ | বাঁশগাড়ী, ভৈরব, কিশোরগঞ্জ |
৫ | আলহাজ্ব মৌলভী আব্দুল হাই | প্রতিষ্ঠাতা সদস্য | ০১৭৫৬-৪০৯০২২ | বাঁশগাড়ী, ভৈরব, কিশোরগঞ্জ |
৬ | মোঃ আবু লায়েছ | অভিভাবক প্রতিনিধি | - | বাঁশগাড়ী, ভৈরব, কিশোরগঞ্জ |
৭ | মোঃ জামাল উদ্দিন | অভিভাবক প্রতিনিধি | ০১৭২৪-৫৮০৪৮০ | বাঁশগাড়ী, ভৈরব, কিশোরগঞ্জ |
৮ | মোঃ নুরুল ইসলাম | অভিভাবক প্রতিনিধি | ০১১৯৬-১২২৫৭২ | গজারিয়া, ভৈরব, কিশোরগঞ্জ |
৯ | মোঃ বাচ্চু মিয়া | অভিভাবক প্রতিনিধি | ০১৭৬৪-৩১৭১৯৬ | বাঁশগাড়ী, ভৈরব, কিশোরগঞ্জ |
১০ | আছমা আক্তার | অভিভাবক প্রতিনিধি | - | বাঁশগাড়ী, ভৈরব, কিশোরগঞ্জ |
১১ | এ.টি.এম মোস্তাফিজুর রহমান সুপার | সদস্য সচিব | ০১৯৩৫-৭০১৫৬১ | ভাটিয়া, করিমগঞ্জ কিশোরগঞ্জ |
বিগত ০২ বছরের সমাপনী ও জেডিসি ফলাফল : |
|
পাবলিক পরীক্ষার ফলাফল (দাখিল) : |
|
২০১০ খ্রিঃ সনে এই মাদরাসা হতে একজন ছাত্রী গোল্ডেন এ+ পাই |
অবকাঠামো উন্নয়ন করা। শিক্ষার মানোন্নয়নে বিষয় ভিত্তিক শিক্ষকদের উন্নত প্রশিক্ষণ প্রদান, কম্পিউটার ল্যাবঃ স্থাপন, শ্রেণিকক্ষে পাঠদান, একতলা বিশিষ্ট বিল্ডিংটি দুইতলা উন্নীত করা ও সহশিক্ষা বাস্তবায়নে আরো জোরালো পদক্ষেপ গ্রহণ করা ।
০১৯৩৫-৭০১৫৬১
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস