বিদ্যালয়টি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পৌরসাভায় অবস্থিত।সড়ক যোগাযোগ ভাল । বড় রাস্তার পাশে অবস্থিত উচু সমতল ভূমি। বিদ্যালয়ের অবস্থান ভাল। তবে বিদ্যালয়ের কোন খেলার মাঠ নাই। দ্বিতল ভবন। অফিস কক্ষসহ সবর্মোট ০৯ টি আধা পাকা কক্ষ ।
১৯৪৫ সালে খ্রি: প্রতিষ্ঠিত হলেও ১৯৩৭-৩৮ সাল বিংবা তার কিছু দিন আগে থেকেইমক্তব হিসাবে ঐলাকার ছোট শিশুদের আরবি শিক্ষা দেওয়া হতো। পরবতীর্তে আরবি শিক্ষার পাশাপাশি বাংলা ও শিক্ষা দেওয়া হত । পরবর্তীতে কার্যকরী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪১ সনে আব্দুল করিম, পিতা মৃত: বিনন এবং হাজী হুসেন আলী সরকার ও তার ভাই কাছম আলী বেপারী, পিতা মৃত হাজী হিদাত উল্লাহ মিলিতভাবে একই দলিলে ১ নং ব্যক্ত ১১ শতাংশ ও অপরজন ৩৯ শতাংশ, মোট ৫০ শতাংশ জমি শ্রিযুক্ত প্রেসিডন্স বাহাদুর ডিস্ট্রিক্ট স্কুলবোর্ড ময়মনসিংহ বরাবরে দান করেন । পরে ১৯৪৫ সালে অত্র বিদ্যালয় চন্ডিবের উত্তর পাড়া পৌর প্রাথমিক বিদ্যালয় নামে স্বীকৃতি পায় যার নাম বতর্মানে চন্ডিবের উত্তর পাড়া স:প্রা:বি:।
বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটি ২০/০৩/২০১০ সালে গঠিত হয় । কমিটির মোট সদস্য সংখ্যা ১২ জন এর মধ্যে পুরুষ ৬ জন এবং মহিলা ৬ জন।
সন পরীক্ষায় অংগ্রহণ পাশের হার
২০০৭- ৭০ -৭৪%
২০০৮- ৬৩ - ৭৩%
২০০৯- ৯১ -৭৫%
২০১০- ৭৮ - ৮৪ %
২০১১- ৮৯ - ৯৮%
বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী উচ্চ পদে আসীন রয়েছেন ।
বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদেরকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১০০% এ+ পাবার যোগ্য হিসাবে গড়ে তোলা ।এবং ৮ম শ্রেণী পযর্ন্ত উন্নীত করার পরিকল্পনা রয়েছে ও ১ টি খেলার মাঠ গঠন করার পরিকল্পনা আছে।
০১৭১৮-৭৯৪৪১২
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস