অত্র শ্রীনগর উচ্চ বিদ্যালয়টি ১৯৬১ সালে স্থাপিত হয়। Uআকৃতি দক্ষিণ মুখী বিদ্যালয়টি মনোরম পরিবেশে অবস্থিত। প্রায় ১১০০ ছাত্র-ছাত্রীর জন্য সুন্দর আসন ব্যবস্থাসহ দ্বিতল ভবন সহ ৫টি অর্ধপাকা ভবন রয়েছে। উন্নত শিক্ষাদানে প্রতিষ্ঠানটির ভূমিকা অনস্বীকার্য। |
কিশোগঞ্জ জেলাধীন ভৈরব উপজেলার অবস্থিত শ্রীনগর একটি ঐতিহ্যবাহী গ্রাম বৃটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল পর্যন্ত এ গ্রামে অনেক এন্ট্রেস ও মেট্রিক পাশ করা লোকের সংখ্যা ছিল। যখন এ গ্রামঞ্চলে দেশের অনেক গ্রামের কোন শিক্ষিত লোক খুঁজে পাওয়া যেত না। তাদের উদ্যোগে গড়ে ওঠে অত্র বিদ্যালয়টি। প্রথমে নিম্নমাধ্যমিক পরে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়। বর্তমানে শিক্ষার গুনগত মান ও শিক্ষার্থীর সংখ্যা বিশেষভাবে উল্লেখযোগ্য। এ বিদ্যালয়টি ১৯৬১ সনে শ্রীনগর গ্রামের প্রবেশ দ্বারে প্রতিষ্ঠিত হয়। |
বর্তমান পরিচালনা কমিটি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা রয়েছে।
বিগত ০২ বছরের জেএসসি ফলাফল : |
|
পাবলিক পরীক্ষার ফলাফল (এসএসসি) : |
|
টেলেন্টপুল ০১ জন, সাধারণ গ্রেড-এ ০১ জন, জুনিয়র বৃত্তি (২০১১)।
সন | ২০০৬ | ২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
এ+ প্রাপ্ত | ০১ জন | ০ | ০২ জন | ০৪ জন | ০ | ০ |
অবকাঠামো উন্নয়ন করা। শিক্ষার মানোন্নয়নে বিষয় ভিত্তিক শিক্ষকদের উন্নত প্রশিক্ষণ প্রদান এবং স্কুলটিকে মহাবিদ্যালয়ে উন্নীত করার পদক্ষেপ গ্রহণ করণ । |
ডাকঘর- শিমুলকান্দি, উপজেলা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ। ০১৮১৮-৬১৫৭৯৯ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস