অত্র বিদ্যালয়টি .৫২ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত একটি অর্ধপাকা বিল্ডিং। এর দক্ষিণ দিকে বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের একটি নতুন বিল্ডিং এর কাজ চলছে। এর পূর্বদিকে ইটের দেয়াল, পশ্চিমদিকে একখানা ঈদগাহ ও বাজার। দক্ষিণ দিকে রাস্তা ও উত্তর দিকে কতগুলো নিম্ন পরিবারের বাড়ি।
মানিকদীর পুরানগাঁও গ্রামে কোন বিদ্যালয় না থাকায় অত্র পাড়ার (১) শাহনেওয়াজ (২) ওমর আলী (৩) জুমন মিয়া মিলিত ভাবে .৫২ শতাংশ জমি সংগ্রহ করে ৪ জন শিক্ষক নিয়ে বেসরকারী ভাবে বিদ্যালয়টি চালনা করেন। পরবর্তীতে ১৯৮৬ খ্রি: এটি পূর্ণ সরকারী বিদ্যালয়ে পরিণত হয়।
কমিটি গঠন: ১৫/০৫/২০১০ খ্রি:। সভাপতি: মোঃ বইছ উদ্দিন।
কমিটির মোট সদস্য সংখ্যা: ১১ জন। পুরুষ: ৭ জন। মহিলা: ৪ জন।
পাশের সন পাশের হার
২০০৭ খ্রি: ১০০%,
২০০৮ খ্রি: ৯৭%,
২০০৯ খ্রি: ৫৮%,
২০১০ খ্রি: ৫০%,
২০১১ খ্রি: ১০০%
২০০৫ সালে ১টি।
বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী বতর্মানে ইঞ্জিনিয়ার, ডাক্তর ,কর্ণেল সহ রাজনীতিবিদ ও ব্যাবসায়ী রয়েছেন । ভিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করে সুনাম অজন করেছে।
অত্র বিদ্যালয়টি মডেল স্কুল হিসেবে ৮ম শ্রেণী পর্যন্ত উন্নিত করতে চাই।
মানিকদী পুরানগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়।
গ্রাম: মানিকদী, ইউনিয়ন: গজারিয়া, থানা: ভৈরব,জেলা: কিশোরগঞ্জ।
০১৯১৬২৫৩৮৮০
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস