বন্দর নগরী ভৈরব- কিশোরগঞ্জ মহাসড়ক সংলগ্ন ভৈরব উপজেলা হইতে কিলোমিটার দুরত্বে ৬নং শিবপুর ইউনিয়ন পরিষদ অন্তর্গত ৮নং ওয়ার্ডে অত্যন্ত আকর্ষণীয় মনোরম পরিবেশে অবস্থিত।
০১/০১/১৯৭৮ খ্রিঃ সনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অত্যন্ত পরিশ্রমে টিনশেডে স্থাপিত হয় এবং পরিচালিত হয়ে আসিতে থাকাবস্থায় ০১/০১/১৯৮৬ খ্রিঃ সনে স্বীকৃতি প্রাপ্ত হয়। যার ধারাবাহিকতায় ০১/০৩/১৯৮৭ খ্রিঃ সনে এম.পি.ও ভূক্ত হয়ে অত্যন্ত সুনামের সহিত সম্পূর্ণ সরকারী কারিকুলাম অনুযায়ী পরিচালিত হচ্ছে।সরকারী অর্থায়নে একটি বিল্ডিং এবং এলাকাবাসীর ব্যয়ে একটি বিল্ডিং সহ আধা পাকা বিল্ডিং তিনটি যাহা অফিস ও শ্রেণী কক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে। |
ক্রমিক নং | নাম | পদবী |
১ | মোঃ সফিকুল ইসলাম | সভাপতি |
২ | মোঃ জয়নুল আবেদীন | সুপার (সম্পাদক) |
৩ | মোঃ সামসুদ্দিন | সদস্য |
৪ | হাজী মো: আবদুস সাত্তার | সদস্য |
৫ | মোঃ নুরূল ইসলাম | সদস্য |
৬ | মোঃ আবুল কাসেম | সদস্য |
৭ | মোঃ আলা উদ্দিন | সদস্য |
৮ | মোছাঃ জুবেদা খানম | সদস্য |
৯ | মোঃ আতিকুল্লাহ | সদস্য |
১০ | মোঃ আবদুস সাদেক | সদস্য |
১১ | মোঃ ফেরদৌস | সদস্য |
১২ | মারুফা বেগম | সদস্য |
১৩ | মোঃ ছাইদুর রহমান | সদস্য |
বিগত ০২ বছরের সমাপনী |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
পাবলিক পরীক্ষার ফলাফলঃ |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শিক্ষা বৃত্তির তথ্য : |
|
২০০৮ খ্রি: সনে এ+ ০১টি, ২০০৯ খ্রিঃ সনে এ+ ০১টি ও ২০১০ খ্রিঃ সনে এ+ ০১টি। |
প্রতিষ্ঠান ও শিক্ষার মানোন্নয়ন, ছাত্র নিবাসের আধুনিকায়ন করার পরিকল্পনা রয়েছে।
০১৭১১-৪৬৮৩১৩
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস