বিদ্যালয়টি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ১৫ কিলোমিটার দুরে আগানগর গ্রামে অবস্থিত । বিদ্যালয়টি মোট ২ টি টিন সেট বিল্ডিং আছে । ১ টি তে ২ টি শ্রেণী কক্ষ ও অন্যটিতে ১ টি শ্রেণী কক্ষ ও অফিস কক্ষ আছে । বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য পৃথক টয়লেট নেই।
|
ইহা মেঘনা নদী পাড়ে অবস্থিত এ গ্রামে প্রায়৩০০ পরিবারের বাস । প্রায় ২ কিলোমিটার হেটে এ গ্রামের ছেলে মেয়ে দেরকে পাশের গ্রামে লেখাপড়া করতে হতো । বিদ্যালয়টি দুরে হওয়ায় অনেক ছেলে মেয়ে বিদ্যালয়ে যেতনা । তখন ছোট ছোট ছেলে মেয়েদের কথা চিন্তা করে এলাকার গণ্যমান্য ব্যাক্তি বগর্কে নিয়ে জমিতাদা জনাব আবু মিয়া ,জনাব মোমতাজ উদ্দিন , হাজী নাজির মিয়া সহ এলাকার লোক জন মিলে ১ টি টিনশেট বিল্ডিং তৈরী করেন । পরবতীর্তে ২০১০ সালে মোমতাজ উদ্দিন চেয়ারম্যান সাহেবের সহায়তায় ১ টি টিনসেট বিল্ডিং তৈরী করা হয় । সভাপতির পিতা: রিয়াজ উদ্দিন সাহেবের নিকট অনুরোধ করা হয় কিছু জমি দান করতে তখন তিনি ৫২ শতাংশ জমি দান করেন । তখন অামি নিজে চেষ্টা চালাB এবং ১৯৯৪ সনে রেজিষ্টেশন পায় ।
|
বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটি ২০/০৩/২০১০ সালে গঠিত হয় । কমিটির মোট সদস্য সংখ্যা ১১ জন এর মধ্যে পুরুষ ৮ জন এবং মহিলা ৩ জন। |
সন পরীক্ষায় অংগ্রহণ পাশের হার ২০০৭- ২১ -১০০% ২০০৮- ২০ - ৯৫% ২০০৯- ১৭ - ৬০% ২০১০- ১৫ - ৮০% ২০১১- ১২ - ১০০% |
১০০% পাশ ও শতভাগ ভর্র্তি ।
|
বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদেরকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১০০% এ + পাবার যোগ্য হিসাবে গড়ে তোলা ।এবং ৮ম শ্রেণী পযর্ন্ত উন্নীত করার পরিকল্পনা রয়েছে । |
০১৭৩১-৪৬৭১১৬
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস