এই বিদ্যালয়টি উপজেলা শিক্ষা অফিস হইতে ১০ কি: মি: দূরে অবস্থিত। যোগাযোগ ব্যাবস্থা খুবই ভালো। দুইটিএকতলা ভবন । বিদ্যালয়ের পূর্ব পাশে পাকা রাস্তা এবং দক্ষিণ পাশে মসজিদ ও মাদ্রাসা অবস্থিত। এককথায় নিরিবিলি পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত।
১৯৩৮ সালে গজারিয়া গ্রামের দাতা পরিবার মোঃ মন্নাফ মিয়ার নেতৃত্ব এলাকাবাসীর সহযোগিতায় এই বিদ্যালয়টি স্থাপিত হয়। ক্রমান্বয়ে এই বিদ্যালয়ে লেখাপড়ার মান বৃদ্ধি পাচ্ছে। ২০১১ সালে সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০ ভাগে উন্নীত হয়।
এস.এম.সি. সদস্য সংখ্যা ১২ জন। এর মধ্যে পুরুষ ৮ জন এবং মহিলা ৪ জন। এস.এ.সি. কমিটির মেয়াদকাল ৫ বছর।
পাশের সন পাশের হার
২০০৭ খ্রি: ৮৭%,
২০০৮ খ্রি: ৫৮%
২০০৯ খ্রি: ৯৭%
২০১০ খ্রি: ৯৮%
২০১১ খ্রি: ১০০%
উপবৃত্তির বিনিময়ে শিক্ষা
২০০৪ সালে টেলেন্টপুল বৃত্তি ২ জন। ২০০৫ সালে টেলেন্টপুল বৃত্তি ২ জন সাধারন বৃত্তি ১ জন। ২০০৬ সাধারন বৃত্তি ৩ জন। ২০০৭ সালে সাধারন বৃত্তি ২ জন। ২০০৮ সালে সাধারন বৃত্তি ৩ জন।
১। বিদ্যালয়কেআদর্শ বিদ্যালয়ে পরিণত করা।
২। শতভাগ ভর্তি ও শতভাগ পাশের হার নিশ্চিত করা।
৩। বিদ্যালয়ের চার পাশে দেয়ালনির্মাণ করা।
০১৭১৪৪৪২৯৪১
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস