জামালপুর টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়টি কিশোরগঞ্জ জেলাধীন ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নে অবস্থিত। বিদ্যালয়টি ১৯৬৮ খ্রিঃ সনে স্থাপিত হয়। বিদ্যালয়টিতে ১ম শ্রেণী হতে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা অধ্যায়ন করে। বিদ্যালয়টিতে ১২ জন শিক্ষক ও ১১৪২ জন শিক্ষার্থী আছে। শিক্ষার্থীর তুলনায় শ্রেণী কক্ষ খুবই অপ্রতুল। বিদ্যালয়টিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা চালু আছে। বিদ্যালয়টিতে কম্পিউটার শিক্ষা বিষয়ও চালু আছে। একোমোডেশনের অভাবে লাইব্রেরী, কম্পিউটার শিক্ষা ও ল্যাব এর সকল কার্যক্রম একটি কক্ষের মধ্যে সম্পন্ন করতে হয়।
বিদ্যালয়টি অত্র এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব ডঃ আব্দুল লতিফ ভূইয়া কর্তৃক ১৯৬৮ খ্রিঃ সনে স্থাপিত হয়। ০১/০১/১৯৬৯ খ্রিঃ সনে জুনিয়র স্কুল হিসাবে প্রথম স্বীকৃতি লাভ করলে ও ছাত্র সংকটের কারনে কোন রকমে শিক্ষা কার্যক্রম চলে আসছিল। ১৯৯৬ খ্রিঃ সনে একাডেমিক অনুমতি (মাধ্যমিক) লাভের পর ছাত্র-ছাত্রীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পায়। ১৯৯৮ সনে প্রথম বারের মতো ০৬ জন শিক্ষার্থী এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহন করে পরে ০১/০১/১৯৯৯ খ্রিঃ হতে প্রথম স্বীকৃতি (মাধ্যমিক) লাভের পর হতে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। ২০০২ খ্রিঃ বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এম.পি.ও ভুক্তি হয়। ২০১২ খ্রিঃ সনে এস.এস.সি পরীক্ষার্থীর সংখ্যা ৬৫ জন।
|
ক্র: নং | নাম ও পদবী | মোবাইল | ঠিকানা |
১ | মোঃ মস্তোফা কামাল সভাপতি | ০১৯১৫-৩৪৬৩৪৮ | জামালপুর, ভৈরব, কিশোরগঞ্জ। |
২ | মোঃ আবু তাহের শিক্ষক প্রতিনিধি | ০১৮১৫-৪১৯৯৭৯ | সফরপুর, সোনাগাছী, ফেনী। |
৩ | শফিউদ্দিন শিক্ষক প্রতিনিধি | ০১৯৩৫-৮৩৫১৯৩
| মিরারচর, ভৈরব, কিশোরগঞ্জ। |
৪ | মাহমুদা খাতুন সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি | ০১৮১৪-২১৯১৮৬ | কালিকাপ্রসাদ, ভৈরব, কিশোরগঞ্জ। |
৫ | নজরুল ইসলাম অভিভাবক সদস্য | ০১৯১৩-৯৬৩৯১১ | পুলতাকান্দি, ভৈরব, কিশোরগঞ্জ। |
৬ | আঃ রউফ অভিভাবক সদস্য | ০১৭৩৪-৫৪১৫৬১ | ছনছাড়া, ভৈরব, কিশোরগঞ্জ। |
৭ | কালু মিয়া অভিভাবক সদস্য | ০১৭২০-০৮২১৫৬ | জামালপুর, ভৈরব, কিশোরগঞ্জ। |
৮ | নাছির উদ্দিন অভিভাবক সদস্য | ০১৭১১-২০১৮২১ | ছনছাড়া, ভৈরব, কিশোরগঞ্জ। |
৯ | মোছাঃ সুরাইয়া বেগম মহিলা অভিভাবক সদস্য | ০১৯৩২-১২৯১৭৬ | জামালপুর, ভৈরব, কিশোরগঞ্জ। |
১০ | শুন্য |
|
|
১১ | হাজী বিল্লাল মিয়া দাতা সদস্য | ০১৭১৪-৮৯১৫৮১ | জামালপুর, ভৈরব, কিশোরগঞ্জ। |
১২ | সভাপতি
| ০১৯১৫-৩৪৬৩৪৮ | জামালপুর, ভৈরব, কিশোরগঞ্জ। |
১৩ | মোঃ আবদুল হাকিম (প্রধান শিক্ষক) সদস্য সচিব | ০১৭১২-৪১১৮২৫ | সরারচর, বাজিতপুর, কিশোরগঞ্জ। |
বিগত ০২ বছরের জেএসসি ফলাফল : |
|
পাবলিক পরীক্ষার ফলাফল (এসএসসি) : |
|
২০১১ সনে GPA-5 ১ জন।
বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নয়ন সহ J.S.C ও S.S.C পরিক্ষায় ভাল ফলাফল অর্জনের চেষ্টা অব্যাহত থাকবে।
০১৭১২-৪১১৮২৫
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস