ভৈরব উপজেলা, গজারিয়া ইউনিয়ন পরিখার পাড় গ্রামে অবস্থিত। ১টি পাকা দালান, শ্রেণীকক্ষ ৩টি, অফিস রুম ১টি। উপজেলা সদর থেকে দুরত্ব ১৪ কি.মি. দূর্গম হাওড় এলাকা।
১৯৭৩ সালে স্থানীয় সামসুদ্দুহা মাষ্টার সাহেবের প্রচেষ্টায় পরিখার পাড় বেসরকারী প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্মান করা হয়। ২৩/০৬/৭৩ তারিখ থেকে ক্লাশ শুরু হয় এবং ১৯৯১ সালে জানুয়ারী ১৭ তারিখে রেজিস্ট্রেশন ভূক্ত হয়।
মোট ১১ জন। ৯ জন পুরুষ, ২ জন মহিলা এবং
সভাপতি মোঃ মশিউর রহমান।
পাশের সন পাশের হার
২০০৭ খ্রি: ৬৫%,
২০০৮ খ্রি: ৭০%,
২০০৯ খ্রি: ৭৫%,
২০১০ খ্রি: ৮০%,
২০১১ খ্রি: ১০০%।
২০০১ সালে প্রাপ্ত বৃত্তি ২ জন। ২০০২ সালে ১ জন। ২০০৫ সালে ২ জন। ২০০৬ সালে ১ জন। ১৯৯১ সালে ১ জন।
২০১১ সালে সমাপনী পরীক্ষায় ১০০% পাশ।
অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত করন।
প্রধান শিক্ষক, মোঃ বশির উদ্দীন
০১৭৩২৮৭৪২০৯
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস