Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শম্ভুপুর দারুচ্ছুন্নাত নেছারিয়া আলিম মাদরাসা

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলাধীন শম্ভুপুর গ্রামে অবস্থিত। ইহা ভৈরব উপজেলা কমপ্লেক্স হইতে ১.৫০ কি:মি: দূরে অবস্থিত। মাদরাসাটি শম্ভুপুর গ্রামের মনোরম পরিবেশ এবং গ্রামের পূর্ব পাশে অবস্থিত। উক্ত মাদরাসাটি কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়ক হইতে দুইশত গজ ভিতরে অবস্থিত। মাদরাসাতে তিনটি স্থরে লেখাপড়া চলিতেছে- ১। এবতেদায়ী (প্রাথমিক), ২। দাখিল (মাধ্যমিক), ও ৩। আলিম (উচ্চ মাধ্যমিক)। দাখিল (মাধ্যমিক) স্থরে সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, কম্পিউটার শাখা চালু আছে। সাধারণ শিক্ষার পাশাপাশি দীনিয়া মাদরাসায় নূরানী ও হেফজ বিভাগ চালু আছে। মাদরাসা কমপ্লেক্সে একটি এতিমখানা (খন্দকার এতিম খানা) ও লিল্লাহ্ বডিং চালু আছে। অত্র মাদরাসার ১.৫৭ ৭/৮ একর জমি এবং একটি পুকুর আছে। মাদরাসায় লাইব্রেরী, টিএন্ডটি সংযোগ, ইন্টারনেট, ওয়েবসাইটসহ কম্পিউটার ল্যাব ও বিজ্ঞানাগার রয়েছে।