অত্র বিদ্যালয়টি ৫০শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত । বিদ্যালয়টি একতল ভবন বিশিষ্টি একটি বিল্ডিং এবং একটি পুরাতন টিন সেট ঘর । বিদ্যালয়ের সামনে খেলার মাঠ আছে।
কান্দিপাড়া ও রাজাকাটা এই দুইগ্রামের মধ্যে তৎকালীন সময়ে কোন শিক্ষা প্রতিষ্ঠন না থাকায় এই দুইগ্রামের ছেলে মেয়ের লেখা পড়ার সুযোগ থেকে বঞ্চিত হইতেছে দেখিয়া কান্দিপাড়া গ্রামের সাসিন্দা মো: নায়াগাজী, আ: গফুর, আ: আজিজ , গাজী মাহমুদ এবং মাষ্টার ইয়াকুব আলী হায়দার সাহেবদের মনে বিষয়টি খুব পীড়া দেয় । এমতাবস্থায় ৫জনে মিলে গ্রাম বাসীদের সাথে পরামশ© করে ঠিক করে যে, নিজেরা জায়গা দিয়ে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করিবেন । তাদের এই সু চিন্তিত পদক্ষেপের দরুন ১৯৩১ সালে ৫০শতাংশ জমির উপর এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় । এবং বিদ্যালয়টির নাম রাখেন কান্দিপাড়া গ্রামের নাম অনুসারে । প্রথমে একটি টিনের ঘর ছিল । পরবর্তীতে যখন সরকারি করণ করা হয় এখন টিন সেট ঘরের পূর্ব পাশে একটি পাকা বিল্ডিং করা হয়।
বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটি ২১/৪/২০১০ সালে গঠিত হয় । সভাপতি ডা: আ: ওয়াহাব। কমিটির মোট সদস্য সংখ্যা ১২ জন এর মধ্যে পুরুষ ৭ জন এবং মহিলা ৫ জন।
সন পাশের হার
২০০৭ ----- ১০০%
২০০৮ ----- ৯৮%
২০০৯ ----- ১০০%
২০১০ ----- ৯৮%
২০১১ ------ ১০০%
উপবৃত্তি চালু আছ।
শতভাগ ভর্তি , মতভাগ পাশ, তাছাড়া এই বিদ্যালয় থেকে পাশ করে অনেকে ডাক্তার, প্রকৌশলী, বিভিন্ন অফিসের কর্মকর্তা হয়েছেন।
সকল শিশু যাতে এ+ পায় সেই চেষ্টা করব এবং ঝড়ে পড়া রোধ করা হবে।
০১৭১৮-০৩৫৭১৫
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস