বিদ্যালয়টি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলাধীন চানপুর গ্রামে অবস্থিত। একতলা বিশিষ্ট দু টি ভবন আছে । সামনে ছোট্ট খেলার মাঠ মাঠের পশ্চিম পাশে একটি টিন সেট শ্রেণী কক্ষ আছে ।
১৯৬৯-৭০সালেআনস্কুলএরিয়াহিসেবেস্থানীয়কিছুপ্রবাবশালীব্যক্তিযেমনডা: আলতাবহোসেন, হাজীরমিজউদ্দিন, আবুলকাসেম, জয়নউদ্দিন, মো: ইয়াহিয়াও নজর মোহাম্মদ মিয়া বিদ্যালয়ের জন্য.৩৭ একর জমি দান করেন ।
বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটি ২০১০ সালে গঠিত হয় । কমিটির মোট সদস্য সংখ্যা ১২ জন এর মধ্যে পুরুষ ৭ জন এবং মহিলা ৫ জন ।
সন পরীক্ষায় অংগ্রহণ পাশের হার
২০০৭- - ৮৬%
২০০৮- - ৬৩%
২০০৯- - ১০০%
২০১০- - ৬৮ %
২০১১- - ৯৯ %
সাল ট্যারেন্টপুল- সাধারণ মোট
২০০৭ - - -
২০০৮- - - -
২০০৯- - ১ ১
২০১০- - ১ ১
২০১১- - ৩ ৩
বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী কৃষিবিদ, ইঞ্জিনিয়ার ,ডাক্তার,কর্ণেল সহ রাজনীতি বিদ ও ব্যাবসায়ী সহ অন্যান্য উচ্চ পদে আসীন রয়েছেন ।
বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদেরকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১০০% এ + পাবার যোগ্য হিসাবে গড়ে তোলা ।এবং ৮ম শ্রেণী পযর্ন্ত উন্নীত করার পরিকল্পনা রয়েছে ।
০১৮২৭-৫৬৫৩৬৫
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস