এই বিদ্যালয়ের ১৬৪ জন ছাত্র/ছাত্রী আছে ৪ টি শ্রেণী কক্ষ ও একটি অফিস রম্নম আছে । ৪ জন শিক্ষিকা আছে । ১৭ জোড়া বেঞ্চ ও ৩ টি টেবিল ও ৯ টি চেয়ার আছে । ৫টি দরজা ও ১১ টি জানালা আছে । ২০০১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে ।
পুলতাকান্দি গ্রামে কোন বিদ্যালয় ছিলনা । পপি সংস্থা থেকে কিছু লোক এসে গ্রামে লোকের সাথে পরামর্শকরে বিদ্যালয়টি স্থাপন করেন ।
বতমানবিদ্যালয় পরিচালনা কমিটি ২১/৪/২০১০ সালে গঠিত হয় । কমিটির মোট সদস্য সংখ্যা ১২ জন এর মধ্যে পুরুষ ৭ জন এবং মহিলা ৫ জন।
সন পাশের হার
২০০৭- - ১০০%
২০০৮- - ৯৮%
২০০৯- - ৯৫%
২০১০- - ৮৬%
২০১১- - ৯৯.৫%
সাল
| ট্যারেন্টপুল-
| সাধারণ
| মোট
|
২০০৭
| - |
|
|
২০০৮ |
|
|
|
২০০৯ |
|
|
|
২০১০ | - |
|
|
২০১১ | - |
|
|
বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী ভিবিন্ন কলেজে অধ্যয়নরত আছেন ।
|
বিদ্যালয়টিকে একটি জুনিয়র বিদ্যালয়ে রুপান্তরিত করা । শ্রেণী কক্ষ, শিক্ষক বৃদ্ধিকরণ এবং আয়া দপ্তরীর ব্যবস্থা সহ সুবিধাদি বৃদ্ধি করণ । |
০১৭৩২-২৩৭২৭৮
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস