অত্র বিদ্যালয়টি ৫০ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত। বিদ্যালয়টিতে একটি ৩ কক্ষ বিশিষ্ট একতলা ভবর ও একটি আধাপাকা বিল্ডিং রয়েছে। আধাপাকা বিল্ডিংটি ব্যবহারের প্রায়ং অনুপযোগী। বিদ্যালয়ের সামনে ফসলের মাঠ রয়েছে। বিদ্যালয়ের ৫০ শতাংশ জায়গার মধ্যে ১০ শতাংশ বাড়ী ও ৪০ শতাংশ জমি। বিদ্যালয় ভবনটি ১০ শতাংশ বাড়ীর উপর নির্মিত। ৪০ শতাংশ জমি ৭টি দাগে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যা এখনো বিদ্যালয়ের দখলে আনা সম্ভব হয়নি। বিদ্যালয়ের পশ্চিমে ১টি মসজিদ ও দক্ষিণে ১টি মাজার রয়েছে।
আগানগর ইউনিয়নের অন্তর্গত ০৬ নং ওয়ার্ড জগমোহনপুর গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় অত্র গ্রামের ছেলে মেয়েরা লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হইতেছে দেখে কাশেম আলী ও তাহার ভাতৃদ্বয় তাদের ১০ শতাংশ বাড়ীর মধ্যে ১টি ঘর বেধে দেন এবং অত্র বিদ্যালয়ের লেখা পড়ার কাজ শুরু করেন। বিদ্যালয়টি জগমোহনপুর গ্রামের নামানুসারে নামকরন করা হয়। পরবর্তীতে তার ছেলে মৌলানা আলাউদ্দিন উক্ত বিদ্যালয়ের শিক্ষকতার কাজ করেন। বিদ্যালয়ের শিক্ষার পারেফরমেন্স ভাল থাকায় বাংলাদেশ সরকার ১৯৭৩ সনে জাতীয়করন করেন। ১৯৮৩ সনে আধাপাকা বিল্ডিং নির্মানের পূর্বে বিদ্যালয়ের ৫০ শতাংশ জায়গার দলিলের কাজ পুনরায় সম্পন্ন হয়।
বর্তমান পরিচালনা কমিটি ২১/০৩/১০ খ্রি: তারিখে গঠিত হয়। সভাপতি মোঃ রহমত আলী। বর্তমান পরিচালনা কমিটির মোট সদস্য সংখ্যা ১১ জন। তন্মধ্যে পুরুষ ৬ জন ও মহিলা ৫ জন।
পাশের সন পাশের হার
২০০৭ খ্রি: ৪৭%,
২০০৮ খ্রি: ৪৩%,
২০০৯ খ্রি: ৬২%,
২০১০ খ্রি: ৭৮%,
২০১১ খ্রি: ১০০%।
সন | মোট প্রাপ্ত সংখ্যা | ট্যালেন্টপুল | সাধারন |
২০০৫ | ০ | ০ | ০ |
২০০৮ | ০ | ০ | ০ |
২০১০ | ০ | ০ | ০ |
২০১১ | ০ | ০ | ০ |
শতভাগ ভর্তি নিশ্চিত করা হয়েছে। ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় শতভাগ পাশ অর্জন করা।
অত্র বিদ্যালয়টিকে আদর্শ বিদ্যালয় হিসেবে ৮ম শ্রেণী পর্যন্ত উন্নীত করতে চাই।
০১৭১৮-৬২১৩৬৪
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস