ইহা কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন সাদেকপুর ইউনিয়নের অর্ন্তগত মৌটুপী গ্রামে অবস্থিত। দু’টি ভবন রয়েছে একটি আধাপাকা এবং একটি পাকা। মোট জমি ৬০ শতাংশ। দখলে আছে ১০ শতাংশ।
মৌটুপী গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় ছিল না। আশে পাশে কোন বিদ্যালয় না থাকায় এলাকার ছাত্র-ছাত্রী ৭ কি.মি. দূরে বাঁশগাড়ী প্রাথমিক বিদ্যালয়ে লেখা পড়া করত। এই দুর্দশা দেখে গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ মৌটুপী গ্রামে বিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়।
বিদ্যালয় বর্তমান পরিচালনা কমিটি গঠিত হয় ১৮/০৩/১০। পুরুষ সদস্য সংখ্যা ৭ জন, মহিলা ৪ জন।
পাশের সন পাশের হার
২০০৭ খ্রি: ৯৬%,
২০০৮ খ্রি: ১০০%
২০০৯ খ্রি: ৮০%,
২০১০ খ্রি: ৯০%,
২০১১ খ্রি: ৯৭%।
সুবিধাভোগী ছাত্রছাত্রী ১৯১ মোট পরিবার ১৭৯ একক ১৬৭ একাধিক ১২।
বার্ষিক আন্তক্রীড়া প্রতিযোগিতায় ইউনিয়ন পর্যায়ে ৯ জন ছাত্র ছাত্রী ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করে।
গ্রামের ছাত্রছাত্রীদের সুবিধার্থে বিদ্যালয়টিকে একটি উচ্চ বিদ্যালয়ে পরিণত করা।
০১৭৩১-০১৯৭৮৪
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস