অত্র ভৈরব উপজেলার বাঁশগাড়ী গ্রামে বিদ্যালয়টি অবস্থিত।এটি গ্রামরে মাঝামাঝি স্থনে।বিদ্যালয়ের জায়গার পরিমান ৫০শতাংশ এবং চারদিক পাকা প্রাচীরদ্বারা নির্মিত , বিদ্যালয় ভবন ৩ টি ।তার মধ্যে ৯টি শ্রেণী কক্ষ সুসজ্জিত অফিস কক্ষ । বিদ্যালয়ে খেলার মাঠ আছে ।বিদ্যু সংযোগ ও খেলার মাঠ আছে।
কোন সময় বিদ্যালয়টি একটি মক্তব হিসাবে পরিচালিত ছিল ।পরবর্তীতে জনাব নূরুল হক পিতা: মৃত: আফতাব উদ্দিন নিজ বাড়ীতে স্থানান্তর করিয়া নিজেই শিক্ষকতা করিতেন । ১৯৩৮ সালে সরকারী আনমাদন পায় । এবং ১৯৭৫ সালে বর্তমান অবস্থানে স্থানান্তরিত করা হয় ।
বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটি ২১/৪/২০১০ সালে গঠিত হয় । কমিটির মোট সদস্য সংখ্যা ১২ জন এর মধ্যে পুরুষ ৭ জন এবং মহিলা ৫ জন।
সন পরীক্ষায় অংগ্রহণ পাশের হার |
২০০৭- ৩২ -১০০% |
২০০৮- ৩২ - ১০০% |
২০০৯- ৪৯ - ১০০% |
২০১০- ৪১ - ৮৭% |
২০১১- ৩৯ - ৮২% |
সাল ট্যারেন্টপুল- সাধারণ মোট
২০০৭ - ২ ২
২০০৮- - - -
২০০৯- ১ ১
২০১০- - ৩ ৩
২০১১- ১ ১ ২
বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী বতর্মানে ইনি্ঞ্জনিয়ার ডাক্তর , কর্ণেল সহ রাজনীতি বিদ ও ব্যাবসায়ী রয়েছেন । বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করে সুনাম অজন করেছে।
বিদ্যালয়টিকে একটি জুনিয়র বিদ্যালয়ে রুপান্তরিত করা । শ্রেণী কক্ষ, শিক্ষক বৃদ্ধিকরণ এবং আয়া দপ্তরীর ব্যবস্থা সহ সুবিধাদি বৃদ্ধি করণ । সকল ছাত্র-ছাত্রীদেরকে এ + পাওয়ার ব্যবস্থা করা ।
০১৯৪৫-৯৮৬১৭৫
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস