অত্র বিদ্যালয়টি ১৯৭৩ সনে প্রতিষ্ঠা লাভ করে। এই বিদ্যালয় ভৈরব উপজেলা সদর থেকে উত্তরপূর্ব দিকে অবস্থিত। উপজেলা থেকে বিদ্যালয়ের দুরত্ব প্রায় ৮কিলোমিটার। বিদ্যালয়টি মনোরম পরিবেশে আগানগর আনন্দ বাজারে অবস্থিত। বিদ্যালয়টি ১৯৭৩সন থেকে শুরু হয়ে অদ্যবধি ভালভাবে পাঠদান করে আসছে । ফলাফলের দিক থেকে পিছিয়ে নেই। বরাবরই ভাল করে আসছে।
|
১৯৭৩ সনে জনাব আলহাজ্ব মোঃ জিল্লুর রহমানের ও স্থানীয় লোকদের উদ্যোগে নিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। অত্র এলাকার মধ্যবিত্ত ও নিম্নবিত্ত লোকদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে। বিদ্যালয়টি প্রাথমিক অবস্থায় দাঁড় করানো হয়। পরবর্তী সময়ে সরকারি সাহায্য সহযোগিতায় বর্তমান অবস্থায় উপনীত হয়। বিদ্যালয়টি ১৯৯৫ সনে এম.পিও ভুক্ত হয়।
|
ক্র: | নাম ও পদবী | মোবাইল নং | ঠিকানা |
১. | মোঃ শফিকুল ইসলাম হীরা সভাপতি | 01711648091 | জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। |
২. | রফিকুল ইসলাম শিক্ষক প্রতিনিধি | 01824479060 | জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। |
৩. | এনামুল হক অপু শিক্ষক প্রতিনিধি | 01718119809 | জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। |
৪. | কামরুন্নাহার সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি | 01821834040 | জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। |
৫. | আব্দুল করিম অভিভাবক সদস্য | 01190478473 | জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। |
৬. | মোঃ আবুল কাসেম অভিভাবক সদস্য | 01942717386 | জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। |
৭. | মোঃ ইব্রাহিম মিয়া অভিভাবক সদস্য | 01828164476 | জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। |
৮. | মোঃ মকবুল হোসেন অভিভাবক সদস্য | 01734985402 | জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। |
৯. | শিরিন আহমেদ সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য | 01816751856 | জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। |
১০. | আলহাজ্ব জিল্লুর রহমান প্রতিষ্ঠাতা সদস্য |
| জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। |
১১. | মোঃ হেদায়েত উল্লাহ দাতা সদস্য | 01711147174 | জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। |
১২. | মোঃ শহীদ উল্লাহ মিঞা প্রধান শিক্ষক, সদস্য সচিব | 01716271619 | জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। |
বিগত ৫ বছরের সমাপনী পরীক্ষার ফলাফল | : |
. | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
পাবলিক পরীক্ষার ফলাফল | : |
. |
২০১১ সনে ০৩ জন পরীক্ষার্থী গোল্ডেন এ+ প্রাপ্ত।
স্কুল এন্ড কলেজ করার পরিকল্পনা আছে। |
ডাক : আগানগর, ভৈরব, কিশোরগঞ্জ। ইমেইল : zillurrahmanhighschool@yahoo.com Cell: 01716271619 |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস