বিদ্যালয়টি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ফাড়িরঘুনাথপুর গ্রামে অবস্থিত । বিদ্যালয়টিতে চার কক্ষ বিশিষ্ট একটি আধা পাকা বিল্ডিং এবং তিনটি টিনের ঘর জমির পরিমান ৩৩ শতাংশ বিদ্যালয়ে একটি নলকূপ ও ছাত্র ছাত্রীদের জন্য আলাদা সেনিটেশন ব্যবস্থা আছে। বিদ্যালয়টির পরিবেশ সুন্দর এবং ফলাফল সন্তোষ জনক।
বিদ্যালয়টি ফাড়িরঘুনাথপুর গ্রামে অবস্থিত এ গ্রামে আগে কোন বিদ্যালয় না থাকায় তৎকালীন চেয়ারম্যান মো: গিয়াস উদ্দিন সাহেবের উৎসাহ ও অনুপ্রেরনায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো: ইউছুপ খান সাহেবের পৃষ্ঠ পোষকতায় এবং এলাকার গন্য মান্য ব্যাক্তিদের উদ্যোগে এবং শিক্ষানুরাগী মো: হারুন রশিদ খান সাহেবের জমিদানের ফলে ফাড়িরঘুনাথপুর কমিউনিটি প্রাথ: বিদ্যালয়টির নাম করণ করা হয় ২৮/৫/১৯৯৫ সালে বিদ্যালয়ের দুটি কক্ষের কাজ শুরু হয় এবং ১৭/১২/৯৫ থারিখের মধ্য দুটি কক্ষের কাজ শেয় হয় । পরবতীর্তে ২৫/৫/১১সালে বিদ্রালয়টি রেজি:স্টেশন প্রাপ্ত হয়ে রেজি: বেস: প্রা: বি: হিসাবে পরিচিতি লাভ করে ।
বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটি ২০/০৩/২০১০ সালে গঠিত হয় । কমিটির মোট সদস্য সংখ্যা ১১ জন এর মধ্যে পুরুষ ৮ জন এবং মহিলা ৩ জন।
সন পরীক্ষায় অংগ্রহণ পাশের হার
২০০৭- ২১ -১০০%
২০০৮- ২০ - ৯৫%
২০০৯- ১৭ - ৬০%
২০১০- ১৫ - ৮০%
২০১১- ১২ - ১০০%
সাল ট্যারেন্টপুল- সাধারণ মোট
২০০৭ - - -
২০০৮- - - -
২০০৯- - - -
২০১০- - - -
২০১১- - - -
বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী উচ্চ পদে আসীন রয়েছেন।
বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদেরকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১০০% এ + পাবার যোগ্য হিসাবে গড়ে তোলা ।এবং ৮ম শ্রেণী পযর্ন্ত উন্নীত করার পরিকল্পনা রয়েছে ও ১ টি খেলার মাঠ গঠন করার পরিকল্পনা আছে।
০১৭১০- ১৯৬৯২৪
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস