ভৈরব এম.পি.পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়টি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলাধীন মেঘনা নদীর তীরবর্তী বিধৌত অঞ্চল তথা ভৈরব রেলওয়ে জংশন ও বন্দর নগরী ভৈরবের প্রাণ কেন্দ্রে অবস্থিত।এটি ভৈরব উপজেলার একমাত্র মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়। নারী শিক্ষার একমাত্র বালিকা বিদ্যালয়টি ১৯৬২ সালে মাত্র ২৫ জন ছাত্রী নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে ১৫ জন বিষয় ভিত্তিক শিক্ষক প্রায় ৬০০ জন ছাত্রী ও ০৫ জন কর্মচারী কমর্রত। মনোরম পরিবেশে প্রায় ৩.০০ একর ভূমির উপর প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে সুসজ্জিত শ্রেণি কক্ষ, গ্রন্থাগার, বিজ্ঞাগানার ও কম্পিউটার ল্যাব: রয়েছে। বিস্তৃত খেলার মাঠ, প্রয়োজনীয় শৌচাগার ও নিরাপদ পানীয় জলের সুব্যবস্থা রয়েছে। সুযোগ্য শিক্ষক মন্ডলি দ্বারা যুগোপযোগী ও প্রযুক্তি নির্ভর শিক্ষা দানের ব্যবস্থা বিদ্যমান। |
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপাজেলাধীন বন্দর নগরী ভৈরবের প্রাণ কেন্দ্রে অবস্থিত একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয়। ভৈরব উপজেলা ও ভৈরব বাজার রেলওয়ে জংশন থেকে মাত্র ৫০০ মি. দূরে অবস্থিত। এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম আলহাজ্ব আব্দুর রহমান কালা মিয়া এর উদ্যোগে ১৯৬২ সালে ভৈরবপুর বঙ্গবন্ধু স্মরণীতে একমাত্র বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টি ২০০০ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মর্যাদা লাভ করে এবং ১৯৮৪ সালে মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় হিসেবে এম.পি.ও ভূক্ত হয়। প্রতিষ্ঠা কাল থেকে অদ্যাবধি নারী শিক্ষার ক্ষেত্রে এ প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
ক্র: নং | নাম | পদবী | মোবাইল | ঠিকানা |
১ | জনাব আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া | সভাপতি | ০১৭৬৭৫২০৫৫৮৮ | ভৈরবপুর, ভৈরব, কিশোরগঞ্জ |
২ | জনাব আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির | কো-অপ্ট সদস্য | ০১৭১১৬৮২২৮৪ | ভৈরবপুর, ভৈরব, কিশোরগঞ্জ |
৩ | জনাব মোঃ আক্তারুজ্জামান | অভিভাবক সদস্য | ০১৭১২৬০৫৪৬২ | ভৈরবপুর, ভৈরব, কিশোরগঞ্জ |
৪ | জনাবা মোঃ আলহাজ্ব শেখ রাজু | অভিভাবক সদস্য | ০১৭১১৬৬২২৫২ | ভৈরবপুর, ভৈরব, কিশোরগঞ্জ |
৫ | জনাব মোশারফ হোসেন | অভিভাবক সদস্য | ০১৭৩৩৪৫৫৯৬৮ | ভৈরবপুর, ভৈরব, কিশোরগঞ্জ |
৬ | জনাব আসাদুজ্জামান বাদল | অভিভাবক সদস্য | ০১১৯৩১৬০১৪০ | ভৈরবপুর, ভৈরব, কিশোরগঞ্জ |
৭ | জনাব সাহানা পারভীন | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য | ০১৭১১১৯৭৯৫৮ | ভৈরবপুর, ভৈরব, কিশোরগঞ্জ |
৮ | জনাব বিলকিস বেগম | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি | ০১৭১২৬৮৮৪১ | ভৈরবপুর, ভৈরব, কিশোরগঞ্জ |
৯ | জনাব সাফী উদ্দিন | শিক্ষক প্রতিনিধি | ০১৫৫২৪৫৮৭৭৩ | ভৈরবপুর, ভৈরব, কিশোরগঞ্জ |
১০ | জনাব আবু সাইদ মৃধা | শিক্ষক প্রতিনিধি | ০১৭২০১৬১১৩৯ | তালশহর, আশুগঞ্জ, কিশোরগঞ্জ |
১১ | জনাব এম.এম মোহিত | সদস্য সচিব | ০১৭২১৪৯০৪৪৮ | শোলাকিয়া, কিশোরগঞ্জ |
বিগত ০২ বছরের জেএসসি ফলাফল : |
|
পাবলিক পরীক্ষার ফলাফল (এসএসসি) : |
|
সন/ বৃত্তির ধরণ | ট্যালেন্ট | সাধারণ |
২০১০ | ০১টি | - |
২০১১ | ০১টি | ০৩টি |
২০১২ | ০১টি | - |
২০০০ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়।
শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে শতভাগ পাস নিশ্চিত করণ এবং বিদ্যালয়টিকে কলেজে উন্নীত করা।
ভৈরব এম.পি.পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ।
bhairabmppilotgirlshighschool@yahoo.com
০১৭২১-৪৯০৪৪৮
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস