একটি আধাপাকা বিল্ডিং। এতে ৩টি শ্রেণীকক্ষ এবং একটি ছোট অফিস কক্ষ আছে। পিইডিপি ২ কর্তৃক নির্মিত ২ কক্ষ বিশিষ্ট আর একটি বিল্ডিং আছে। ২টি টয়লেট ও একটি টিউবওয়েল আছে।
স্কুলটি ১৯০৪ সালে নির্মিত হয়। ১৯৫৮ সালে স্থান পরিবর্তন করে আনার পর জনাব আঃ খালেক, পিতা: নায়েব উল্লাহর সাথে এছ বদল করেন জনাব লেকত আলী, পিতা: মহিউদ্দিন। ১৯৯৩ সালে আধাপাকা বিল্ডিংটি তৈরী করা হয়।
সভাপতি: মোঃ মতিন সরকার, সহ সভাপতি: মিসেস শিরিন মমতাজ, জমিদাতা সদস্য: শামসুল আলম সরকার, মেধাবী ছাত্র অভিভাবক: জমিলা বেগম।
পরিচালনা কমিটি:
উ.বি.শি প্রতিনিধি: মোঃ আবুল কাশেম
ছাত্র অভিভাবক পুরুষ: মোঃ জিল্লুর রহমান
ছাত্র অভিভাবক পুরুষ: মোঃ জাকির হোসেন
ছাত্র অভিভাবক মহিলা: রোজিনা বেগম
ছাত্র অভিভাবক মহিলা: সালমা বেগম
শিক্ষক প্রতিনিধি: জায়েদা বেগম
সদস্য সচিব: রীনা বেগম
পাশের সন পাশের হার
২০০৭ খ্রি: ১০০%
২০০৮ খ্রি: ১০০%
২০০৯ খ্রি: ৯০ %
২০১০ খ্রি: ১০০%
২০১১ খ্রি: ১০০%
২০ টি কার্ড যৌথ,
১৩৮টি কার্ড একক,
২০০৭ সালে বৃত্তি পরীক্ষায় পাশের হার ১০০%।
বিগত ৫ বছরের মধ্যে ৪ বছরই সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০%
পাশের হার ১০০% ধরে রাখা, জি.পি.এ. ৫ প্রাপ্ত ছাত্রের সংখ্যা বড়োনো। বাউন্ডারী ওয়াল দেওয়া। ওয়াল তৈরী হলে ভিতরে ফলের এবং ফুলের বাগান করা। পুরাতন বিল্ডিং ভেঙে সেখানে চারতলা ফাউন্ডেশন ভিত্তিক চার কক্ষ বিশিষ্টি বিল্ডিং তৈরী করা। শিক্ষকদের জন্য অফিসরুম। এটাস্টেড বাথরুম তৈরি করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস