আলফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়টি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলাধীন প্রত্যন্ত অঞ্চলে মানিকদী কালি নদীর তীরে অবস্থিত। বিদ্যালয়টি ৭৩ জন ছাত্র ছাত্রী নিয়ে ১৯৭২ সালে যাত্রা শুরু করে বর্তমানে এর ছাত্র ছাত্রী সংখ্যা প্রায় ৮০০। এখানে ১৪ জন বিষয় ভিত্তিক শিক্ষক ও ০৩ জন কর্মচারী কর্মরত আছে। সুসজ্জিত শ্রেণী কক্ষ, গ্রন্থাগার, বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাবঃ রয়েছে। প্রয়োজনীয় শৌচাগার ও নিরাপদ পানীয় জলের সুব্যবস্থা রয়েছে। সুযোগ্য শিক্ষক মন্ডলি দ্বারা যুগোপযোগী ও প্রযুক্তি নির্ভর শিক্ষা দানের ব্যবস্থা বিদ্যমান।
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপাজেলাধীন মানিকদী একটি বর্ধিষ্ঞু ও জনবহুল গ্রাম। গ্রামের তিন দিক দিয়ে কালি নদী ও ঘোড়াউত্রা নদী। উপজেলা কমপ্লেক্স থেকে মানিকদী প্রায় ১৫ কি.মি দূরে অবস্থিত । গ্রামটি শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল বিধায় আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে ১৯৭২ খ্রিঃ সনে এলাকার শিক্ষানুরাগী ১৫ জন বিশেষ ব্যক্তিত্ব অধ্যাপক এলাহি বক্স সাহেবের নেতৃত্বে কোরআন শরীফ শপথ করে ৭৩ জন ছাত্রছাত্রী নিয়ে আলফাজ উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের যাত্রা শুরু। অনেক চড়ায় উত্রাই পেরিয়ে বর্তমানে আলফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়টি একটি পূর্ণাঙ্গা মাধ্যমিক বিদ্য্যালয়ে উন্নীত হয়েছে এবং ১৫-০৫-২০০০ খ্রিঃ তারিখে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এম.পি.ও ভুক্ত হয়। বর্তমানে এই বিদ্যালয়টি অত্র এলাকায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
১ | জনাব হাজী মোঃ জিন্নত আলী | সভাপতি | ০১৭১১-১৭৫৩৬৬ | আমলাপাড়া, ভৈরব, কিশোরগঞ্জ |
২ | জনাব মোঃ মুছা মিয়া | শিক্ষক প্রতিনিধি | ০১৭১১-৯৭৫৯৩০ | মানিকদী, ভৈরব, কিশোরগঞ্জ |
৩ | জনাব মোঃ হাবিবুর রহমান | শিক্ষক প্রতিনিধি | ০১৭২৪-৩৭৯১২৩ | মানিকদী, ভৈরব, কিশোরগঞ্জ |
৪ | জনাবা লিপি বেগম | শিক্ষক প্রতিনিধি | ০১৯২৪-০৭৮১৮৪ | মানিকদী, ভৈরব, কিশোরগঞ্জ |
৫ | জনাব মোঃ ইসমাইল মিয়া | অভিভাবক সদস্য | ০১৭২৪-১৯৮৯৭৮ | মানিকদী, ভৈরব, কিশোরগঞ্জ |
৬ | জনাব মোঃ আব্দুল খালেক | অভিভাবক প্রতিনিধি | ০১৯২৯-১১০২৭০ | মানিকদী, ভৈরব, কিশোরগঞ্জ |
৭ | জনাব আব্দুল মালেক মিয়া | অভিভাবক প্রতিনিধি | ০১৭১১-৪৮৮৪৪৯ | মানিকদী, ভৈরব, কিশোরগঞ্জ |
৮ | জনাব মোঃ মজিবুর রহমান | অভিভাবক প্রতিনিধি | ০১৭১৭-৯৪০৭১৮ | মানিকদী, ভৈরব, কিশোরগঞ্জ |
৯ | জনাবা রবিনা বেগম | অভিভাবক প্রতিনিধি | ০১৯২৫-৩০৩৮২৯ | মানিকদী, ভৈরব, কিশোরগঞ্জ |
১০ | জনাব মোঃ আলফাজ উদ্দিন | প্রতিষ্ঠাতা সদস্য | ০১৭১৪-৯৯১২৫৭ | মানিকদী, ভৈরব, কিশোরগঞ্জ |
১১ | জনাব মোঃ জালাল উদ্দিন | কো-অপ্ট সদস্য | ০১৭১২-৪৭২৬১৯ | মানিকদী, ভৈরব, কিশোরগঞ্জ |
১২ | জনাবা ফাহমিদা খাতুন (প্র্রধান শিক্ষক) | সদস্য সচিব | ০১৭১১-১১৮৫০০ | পাটুয়া ভাংগা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ |
বিগত ০২ বছরের জেএসসি ফলাফল : |
|
পাবলিক পরীক্ষার ফলাফল (এসএসসি) : |
|
২০১১ খ্রিঃ জেএসসি পরীক্ষায় ৭৪.৪% পাশ।
অবকাঠামো উন্নয়ন করা। শিক্ষার মানোন্নয়নে বিষয় ভিত্তিক শিক্ষকদের উন্নত প্রশিক্ষণ প্রদান এবং স্কুলটিকে মহাবিদ্যালয়ে উন্নীত করার পদক্ষেপ গ্রহণ করণ । |
alfazuddinhighschool@rocketmail.com ০১৭১১-১১৮৫০০ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস