বিদ্যালয়টি ০.২০ শতাংশ জায়গা দ্বারা স্থাপিত। বিদ্যালয়টি ফ্লোর পাকা টিনসীট যর। বিদ্যালয়ের ঘরটি রেলওয়ের চালের এবং বেড়ার টিন পুরাতন হয়ে গেছে। বিদ্যালয়ের সামনে বিরাট গর্ত খেলার কোন মাঠ নেই। জরুরী প্রয়োজনে বিদ্যালয়ের সামনে মাটি ভরাট দরকার।
বিদ্যালয়টি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। তখন স্কুলটি রবিদাস মহল্লা প্রাথমিক বিদ্যালয় নামে প্রতিষ্ঠিত ছিল। তারপর ২০০৪ সালে নাম পরিবর্তন করে নাম রাখা হয় মুক্তিযোদ্ধা ফয়সল আলম স্মৃতি পাঠশালা। বিদ্যালয়টির আগের ২০০২ ইং সালে সভাপতি ছিলেন মহন রবিদাস। তারপর ২০০৪ ইং সালে সভাপতি ছিলেন গনেশ রবিদাস। এরপর বিদ্যালয়টিতে গনেশ রবিদাসের সভাপতি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর সবার সিদ্ধান্ত গ্রহনে সভাপতি হিসাবে দায়িত্ব দেন এডভোকেট ফখরুল আলম আক্কাছ সাহেব কে। বর্তমানে বিদ্যালয়টিতে ৫ জন শিক্ষক/ শিক্ষিকা কর্মরত আছেন।
সভাপতি: এডভোকেট ফখরুল আলম আক্কাছ।
সহ সভাপতি: গনেশ রবিদাস।
ওয়ার্ড কাউন্সিলর (সদস্য): মোঃ আনিছউল্লাহ।
সদস্য সচিব: জরিনা বেগম।
সদস্য: শিবচরন রবিদাস, মোস্তফা হোসেন, রঞ্জিত রবিদাস, বাবুল রবিদাস, হারুন-অর-রশিদ, অনিল রবিদাস, বিলকিছ বেগম, ভোলা রবিদাস।
পাশের সন হার
২০০৭ খ্রি: ৯৩%
২০০৮ খ্রি: ১০০%
২০০৯ খ্রি: ৫৬%
২০১০ খ্রি: ৯৬%
২০১১ খ্রি: ১০০%
প্রযোজ্য নয়।
সমাপনী পরীক্ষায় ২০০৮ ও ২০১১ ইং সালে ১০০% পাশ করিয়াছে।
বিদ্যালয়টি যাতে ভবিষ্যতে রেজিষ্টার বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয় সে ব্যবস্থা করে দেওয়া এবং বিদ্যালয় ঘরটি যাতে ভবিষ্যতে পাকা হয় সে ভাবে উদ্যোগ নেওয়া। বিদ্যালয়টি সার্বিকভাবে একটি আদর্শ বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত করা।
০১৭১৬-৮৩১৯৩৭
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস