বিদ্যালয়ে তিনটি ভবন আছে। চারটি কক্ষ বিশিষ্ট (স্টোর রুম সহ) একটি পাকা ভবন যা ২০১০ সালে নির্মিত হয়। এক কক্ষ বিশিষ্ট একটি (১৯৯৫ সালে নির্মাণ) এবং তিন কক্ষ বিশিষ্ট (নির্মাণ সাল ১৯৬২) একটি মোট দুইটি আধাপাকা ভবন রয়েছে।
নাজির শেখ কতৃক প্রদত্ত ৪১ শতাংশ ভূমি (সাবেক দাগ নং ১৬০৫ এবং বর্তমান দাগ নং ৫৯৯১) বিদ্যালয়ের নামে সি এস ভূক্ত হয়। প্রথমে ইহা মক্তব ছিল। ১৯৩৮ সালে ইহা প্রাথমিক বিদ্যালয় হিসাবে প্রাতিষ্ঠানিক রূপ লাব করে। পরবর্তীতে বারিক সরকার কর্তৃক আরও ৯ শতাংশ জমির (সাবেক দাগ নং ১০০৬ বর্তমান দাগ নং ৫৯৯২) উপর বিদ্যালয়ের বর্তমান পুরাতন ভবনটি ১৯৬২ সালে নির্মিত হয়।
৭ জন পুরুষ ও ৫ জন মহিলা সদস্য নিয়ে বর্তমান পরিচালনা কমিটি ২৮/০৪/২০১০ খ্রি: গঠিত হয়।
পাশের সন পাশের হার
২০০৭ খ্রি: ১০০%,
২০০৮ খ্রি: ৯৩%,
২০০৯ খ্রি: ৮৯%,
২০১০ খ্রি: ৯৫%,
২০১১ খ্রি: ১০০%।
১৯৯৯ সালে সাধারন গ্রেডে ১ জন। ২০০৫ সালে সাধারন গ্রেডে ১ জন। ২০০৭ সালে ট্যালেন্টপুলে ৩ জন। ২০১০ সালে সাধারন গ্রেডে ১ জন। ২০১১ সালে ট্যালেন্টপুলে ১জন বৃত্তি পায়।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ সরকারী কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন।
ভবিষ্যতে বিদ্যালয়টি বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যালয় সমূহের মধ্যে একটি সেরা বিদ্যালয় হিসাবে পরিচিতি লাভ করবে। বিদ্যালয়রে ছাত্র ছাত্রীরা দেশের শ্রেষ্ঠ সন্তান হিসাবে স্বীকৃতি লাভ করবে।
০১৭২৪-০৬২৬০২
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস