বিদ্যালয়টি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার সদর থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত ছোটরাজাকাটা গ্রামে অবস্থিত।
পরিষদ থেকে .৫০ কিলোমিটার দুরে অবস্থিত । বিদ্যালয়টি এ গ্রেডভূক্ত । বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয় সংলগ্ন । বিদ্যালয়ের সামনে ১ টি খেলার মাঠ আছে । বিদ্যালয়ে ৪ টি ভবন আছে । তার মধ্যে ১ টি দ্বিতল ভবন আছে ও ৩ টি ১ তলা ভবন আছে । বিদ্যালয়ের পাশ দিয়ে নিরিবিলি ১ টি রাস্তা আছে । বিদ্যালয়টি সুন্দর মনোরম পরিবেশ আছে ।
|
বিদ্যালয়টি প্রতিষ্ঠার আগে তখন এB গ্রামে কোন বিদ্যালয় ছিলনা । ছোট ছোট ছেলে মেয়েদের কথা চিন্তা করে এলাকার গণ্যমান্য ব্যাক্তি জনাব মো: নূরুল Bসলাম মাষ্টার , জনাবগিয়াস উদ্দিন, জনব কাশেম অালী , জনাব উসমান গনিবগর্কে নিয়ে ৩৩ শতাংশ জমির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন । স্থাপনের সময় বিদ্যালিয়টি স্বল্পব্যায়ী প্রাবি: ছিল পরবতীর্তে ২০১১ সালে বিদ্যালয়টি রেজি: বেস: প্রা: বিদ্যালয় নামে রেজিষ্টেশন প্রাপ্ত হয় ।
|
বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটি ১৫/০৪/২০১০ সালে গঠিত হয় । কমিটির মোট সদস্য সংখ্যা ১১ জন এর মধ্যে পুরুষ ৮ জন এবং মহিলা ৩ জন। |
সন পরীক্ষায় অংগ্রহণ পাশের হার ২০০৭- ২১ -১০০% ২০০৮- ২০ - ১০০% ২০০৯- ১৭ - ৫৮% ২০১০- ১৫ - ১০০% ২০১১- ১২ - ১০০% |
সাল ট্যারেন্টপুল- সাধারণ মোট ২০০৭ - - - ২০০৮- - - - ২০০৯- - - - ২০১০- - - - ২০১১- - - - |
বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী উচ্চ পদে আসীন রয়েছেন ।
|
বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদেরকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১০০% এ + পাবার যোগ্য হিসাবে গড়ে তোলা ।এবং ৮ম শ্রেণী পযর্ন্ত উন্নীত করার পরিকল্পনা রয়েছে । |
০১৭৩৪-৬৩৪৯৯৩
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস