কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের নবিপুর গ্রামে ৫১ শতাংশ জমির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। বিদ্যালয়টিতে দুইটি ভবন রয়েছে। মূল ভবনটি দ্বিতল। দুই ভবন মিলে মোট ৮টি শ্রেণী কক্ষ এবং একটি অফিসকক্ষ রয়েছে।
লোকমুখে প্রচলিত বিদ্যালয়টি প্রথমে কালিকাপুর গ্রামে স্থাপিত হয়েছিল। যেখানে ছাত্র সংকট দেখা দেওয়ার কারনে জন বহুল গ্রাম নবীপুরে বিদ্যালয়টি ১৯৩৮ খ্রি: প্রতিষ্ঠিত হয়।
সভাপতি: এ. কে. এম. গোলাম কিবরিয়া।
সদস্য: মমতাজ বেগম।
সদস্য সচিব: সঞ্চিতা রানী নাহা।
পাশের সন পাশের হার
২০০৭ খ্রি: ৬৫%,
২০০৮ খ্রি: ৭৭%,
২০০৯ খ্রি: ৭৫%,
২০১০ খ্রি: ১০০%,
২০১১ খ্রি: ১০০%।
২০১০ সালে সাধারন বৃত্তি ১ জন।
১০০% শিশু বিদ্যালয়ে ভর্তি এবং সমাপনী পরীক্ষায় ১০০% পাশ।
শিক্ষার মান উন্নয়ন করা। বিদ্যালয়টিকে মডেল স্কুলে রূপান্তরিত করা। শিক্ষার্থীদের জন্য কম্পউটার/ ল্যাপটপের ব্যবস্থা করা।
০১৭২৪-০৬২৩৪৯
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস