কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিপুর গ্রামে বিদ্যালয়টি অবস্থিত । এ টি গ্রামরে মাঝামাঝি স্থনে।বিদ্যালয়ের জায়গার পরিমান ২৪ শতাংশ এবং চারদিক পাকা প্রাচীর নির্মিত, মাঠের দক্ষিণ পাশে ইউনিসেফ নির্মিত দতলা ভবন।১৯৮৯ সালে ইহা নির্মিত হয়।এই ভবনের শ্রেণী কক্ষ ৫টি ।মাঠের উত্তর পাশে পিইডিপি-2 প্রকল্পের অধীনে ২০০৮ সালে নির্মিত হয় ২ কক্ষ বিশিষ্ট আর ও একটি ভবন।
কালীপুর গ্রামে বিখ্যাত সমাজ সেবক জনাব মো: খোয়াজ সরকার তালুকদার ১৯০৯ সালে প্রতিষ্ঠিত করেন।তিনি ২৪ শতাংশ জায়গা দান করেন। ডিসট্রিক বোর্ড এর অনুমোদনক্রমে ২/৩ জন শিক্ষক এবং ২০/৫০ জন ছাত্র/ছাত্রী নিয়ে বিদ্যালয়টি চালু করেন ।শিক্ষকগণ বিনা বেতনে শিক্ষার্থীদের লেখাপড়া করাতেন পরে মিউনিসিপ্যাল প্রশাসনের মাধ্যমে বিদ্যালয়টি পরিচালিত হয়।১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষনায় বিদ্যালয়টি সরকারি হয়ে যায় ।
বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটি ২১/৪/২০১০ সালে গঠিত হয়। কমিটির মোট সদস্য সংখ্যা ১২ জন এর মধ্যে পুরুষ ৭ জন এবং মহিলা ৫ জন।
সন পরীক্ষায় অংগ্রহণ পাশের হার
২০০৭- - ১০০%
২০০৮- - ৯৮%
২০০৯- - ৯৫%
২০১০- - ৮৬%
২০১১- - ৯৯.৫%
সাল
| ট্যারেন্টপুল-
| সাধারণ
| মোট
|
২০০৭
| - | ১
| ১
|
২০০৮ |
| ৩ | ৩ |
২০০৯ | ১ | ৩ | ৪ |
২০১০ | - | - | - |
২০১১ | - | ২ | ২ |
বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী বতর্মানে ইঞ্জিনিয়ার ডাক্তার, কর্ণেলসহ রাজনীতিবিদ ও ব্যাবসায়ী রয়েছেন।বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করে সুনাম অজন করেছে।
বিদ্যালয়টিকে একটি জুনিয়র বিদ্যালয়ে রুপান্তরিত করা।শ্রেণীকক্ষ, শিক্ষক বৃদ্ধিকরণ এবং আয়া দপ্তরীর ব্যবস্থা সহ সুবিধাদি বৃদ্ধি করণ।
০১৭১৫-৭৯০৭৮৬
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস