বিদ্যালয়টি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভাটিকৃষ্ণনগর গ্রামে অবস্থিত। বিদ্যালয়ের জমির পরিমান ৪৪ শতাংশ বিদ্যালয়টিতে ১টি দ্বিতল ভবন ১টি একতলা ভবন রয়েছে । অফিস কক্ষ ১টি, শ্রেণীকক্ষ ৫টি, টিউবয়েল ১টি, শৌচাগার ও পার্শে মাঠ ।
১৯৬৮ সালের পূর্বে অত্র এলাকায় কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিলনা। এলাকার শিক্ষা বিঞ্চত শিশুদের শিক্ষা দানের জন্য এই ভাটিকৃষ্ণ গ্রামের জনাব মফিজ উদ্দিন নামক জনৈক বিদ্যোতসাহী ব্যক্তি তাঁরনিজ বাড়ীর একটি ঘরে বিদ্যালয়টি চালু করেন। ১৯৬৮ সাল থেকেই বিদ্যালয়টি মঞ্জুরী লাভ করে এবং ১/৭/১৯৭৩ সালে সরকারি করণ হয়ে বতমান অবস্থানে উপনীত।
বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটি ২০/০৩/২০১০ সালে গঠিত হয়।কমিটির মোট সদস্য সংখ্যা ১২ জন এর মধ্যে পুরুষ ৮ জন এবং মহিলা ৪ জন।সভাপতি ওমর আলী ।
সন পরীক্ষায় অংগ্রহণ পাশের হার
২০০৭- ১৪৫ -১০০%
২০০৮- ২০৩ - ১০০%
২০০৯- ১৩৬ - ১০০%
২০১০- ১৬৭ - ১০০ %
২০১১- ১৭৯ - ২৮.৫৭%
বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী উচ্চ পদে আসীন রয়েছেন ও ২০১২ সালে আন্ত বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগীতায় উপজেলা পর্যয়ে বালতিতে বল নিক্ষেপ ১ম এবং ছালা দৌড়ে ২য় স্থান লাভ করে ।
বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদেরকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১০০% এ+ পাবার যোগ্য হিসাবে গড়ে তোলা ।এবং ৮ম শ্রেণী পযর্ন্ত উন্নীত করার পরিকল্পনা রয়েছে ।
০১৭১২-৫৬৫৭১৯
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস