যোগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়টি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলাধীন প্রত্যন্ত অঞ্চলে ছাগাইয়া গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি ১০৭ জন ছাত্র-ছাত্রী নিয়ে ১৯৯৩ সালে যাত্রা শুরু করে। বর্তমানে ছাত্র ছাত্রীর সংখ্যা ৬৬৩ জন, শিক্ষক ১৪ জন, কর্মচারী ০৩ জন। সুসজ্জিত শ্রেণি কক্ষ ১১টি, অফিস কক্ষ ০১টি, শিক্ষক কক্ষ ০২ টি এবং গ্রন্থাগার, বিজ্ঞাগার, কম্পিউটার ল্যাব: ছাত্র ছাত্রীদের জন্য প্রয়োজনীয় সংখ্যক পৃথক পৃথক শৌচাগার, শিক্ষক শিক্ষিকাদের জন্য পৃথক পৃথক শৌচাগার এবং নিরাপদ পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা রয়েছে।
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপাজেলাধীন আগানগর ইউনিয়নে ছাগাইয়া গ্রামটি মেঘনা নদীর তীরে অবস্থিত। ভৈরব উপজেলা কমপ্লেক্স থেকে ছাগাইয়ার দুরত্ব প্রায় ০৮ কি.মি. এলাকাটি শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল বলে পার্শ্ববর্তী গ্রাম নবিপুরের গাজী এম.এম.শফিকুল ইসলাম সাহেবের নেতৃত্বে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি বর্গের প্রচেষ্টায় ছাগাইয়া গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্নে ছাইগাইয়া গ্রামের স্বর্গীয় বাবু যোগেন্দ্র চন্দ্র দাসের উত্তরসূরীরা বিদ্যালয়টির জন্য ৬৪ শতাংশ জমি দান করেন। ফলে বিদ্যালয়টির নাম করণ করা হয় যোগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়। বর্তমানে বিদ্যালয়টির নামে ২ একর জমি আছে। ০১-০১-১৯৯৫ খ্রিঃ থেকে নিম্ন মাধ্যমিক হিসেবে এবং ২০০০ খ্রিঃ থেকে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হয়ে ১৯৯৭ খ্রিঃ থেকে নিম্ন মাধ্যমিক হিসেবে এবং ২০০১ খ্রিঃ থেকে মাধ্যমিক হিসেবে এম.পি.ও ভূক্ত হয়।
ক্র: নং | নাম | পদবী | মোবাইল | ঠিকানা |
১ | জনাব আঃ ছাদেক | সভাপতি | ০১৭২৬৫৩৩৯৯১ | ছাগাইয়া, আগানগর, ভৈরব, কিশোরগঞ্জ |
২ | জনাব মোঃ আঃ হাফিজ | শিক্ষক প্রতিনিধি | ০১৭২৮৫৬১০২১ | লালুয়ারটুক, নাসিরনগর, বি.বাড়িয়া |
৩ | জনাব মোহাম্মদ আসাদুজ্জামান | শিক্ষক প্রতিনিধি | ০১১৯১৪৩৭৩৭১ | গচিহাটা, কটিয়াদী, কিশোরগঞ্জ |
৪ | জনাবা বিলকিছ আরা | শিক্ষক প্রতিনিধি | ০১৭১৮৯৬৭০৭৭ | ছাগাইয়া, আগানগর, ভৈরব, কিশোরগঞ্জ |
৫ | জনাব মোঃ গোলাম হোসেন | অভিভাবক সদস্য | ০১৭৪০৬৩১২৯০ | তুলাকান্দি, শিমুলকান্দি, ভৈরব, কিশোরগঞ্জ |
৬ | জনাব মোঃ মফিজ উদ্দিন | অভিভাবক সদস্য | ০১৭২১৯৯৩৯৩৮ | নবীপুর, আগানগর, ভৈরব, কিশোরগঞ্জ |
৭ | জনাব বিল্লাল হোসেন | অভিভাবক সদস্য | ০১৭২০৬৩৯১৪৫ | গকুলনগর, আগানগর, ভৈরব, কিশোরগঞ্জ |
৮ | জনাব মোঃ হেলাল উদ্দিন | অভিভাবক সদস্য | ০১৭২১৮৩৬৪৮১ | নবীপুর, আগানগর, ভৈরব, কিশোরগঞ্জ |
৯ | জনাবা পারভীন বেগম | অভিভাবক সদস্য | ০১৭৩২৮৪৫৩৫২ | ছাগাইয়া, আগানগর, ভৈরব, কিশোরগঞ্জ |
১০ | জনাব অশোধ কুমার দাস | প্রতিষ্ঠাতা সদস্য | ০১৭৪৮৬২৬৮৪৬ | ছাগাইয়া, আগানগর, ভৈরব, কিশোরগঞ্জ |
১১ | জনাব মোঃ জয়নাল আবেদীন | দাতা সদস্য | ০১১৯৬০২৯৭৩৩ | ছাগাইয়া, আগানগর, ভৈরব, কিশোরগঞ্জ |
১২ | জনাব মোঃ জাকির হোসেন | কো-অপ্ট সদস্য | ০১৭৪৭৬১৯০৯০ | ছাগাইয়া, আগানগর, ভৈরব, কিশোরগঞ্জ |
১৩ | জনাব মোঃ আব্দুল মোত্তালেব | সদস্য সচিব | ০১৭১৪৬৮৯৩৪৫ | বড় বাড়ীয়া, নাটোর, নাটোর |
বিগত ০২ বছরের জেএসসি ফলাফল : |
|
পাবলিক পরীক্ষার ফলাফল (এসএসসি) : |
|
২০১১ খ্রিঃ জেএসসি পরীক্ষায় ৮০ % পাশ ।
অবকাঠামো উন্নয়ন করা। শিক্ষার মানোন্নয়নে বিষয় ভিত্তিক শিক্ষকদের উন্নত প্রশিক্ষণ প্রদান এবং স্কুলটিকে মহাবিদ্যালয়ে উন্নীত করার পদক্ষেপ গ্রহণ করণ ।
যোগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়, ছাগাইয়া, ডাকঘর- আগানগর, উপজেলা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ।
jogendrachandrahighschool@yahoo.com
০১৭১৪-৬৮৯৩৪৫
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস