অত্র বিদ্যালয়টি ৬৫ শতাংশ জমির উপর প্রতিষ্ঠত। বিদ্যালয়টিতে ২টি একতলা ভবন রয়েছে। বিদ্যালয়ের সামনে দক্ষিণ দিকে একটি ছোট মাঠ আছে। এছাড়া দক্ষিণ দিকে রয়েছে উপজেলা সংযোগ কাচা রাস্তা। পূর্বদিকে এবং উত্তর দিকে বসতবাড়ী। পশ্চিম দিকে ফসলের মাঠ। বিদ্যালয়ের ৬৫ শতাংশ জায়গার মধ্যে ভবন দুইটি ১৩ শতাংশ জায়গার উপর প্রতিষ্ঠিত। অবশিষ্ট ৫২ শতাংশ ভূমি দাতার দখলে রয়েছে।
শিমুলকান্দি ইউনিয়নের অর্ন্তগত বাঘাইকান্দি, ছোট তুলাকান্দি গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হইতেছে দেখে বাঘাইকান্দি গ্রামের প্রাক্তন মেম্বার জনাব হাজী আবু ছায়েদ ৬৫ শতাংশ জায়গা বিদ্যালয়ের জন্য দান করেন এবং বিদ্যালয় পরিচালনার কাজ শুরু করেন। প্রতিষ্ঠালগ্ন হতেই ৪ জন শিক্ষক দ্বারা বিদ্যালয়ুট পরিচালনা হইয়া আসিতেছিল। অতপর তার ভাই জনাব লায়েছ উদ্দিন ভবন নির্মানের স্বার্থে অল্প পরিমান জায়গা ছাড় দেন। বাঘাইকান্দি গ্রামের নামানুসারে বিদ্যালয়টির নামকরন করা হয়। প্রতিষ্ঠার সময় গ্রামের লোকদের সহায়তায় টিন সেড ঘর নির্মান করা হয়। অতপর ১৯৯০ সালে বিদ্যালয়টি রেজিষ্ট্রেশন ভূক্ত হয়। এভাবেই বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে।
বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটি ২৪/০৩/১০ খ্রি: তারিখে গঠিত হয়। সভাপতি জনাব হাজী আবু ছায়েদ এর মৃত্যুজনিত কারনে বর্তমানে কমিটির সভাপতি জনাব হাজী আকবর খা। কমিটির বর্তমান সদস্য সংখ্যা ১১ জন। তন্মধ্যে ৬ জন পুরুষ ও ৬ জন মহিলা।
পাশের সন পাশের হার
২০০৭ খ্রি: ৮৫%,
২০০৮ খ্রি: ১০০%,
২০০৯ খ্রি: ৯৬%,
২০১০ খ্রি: ৯০%,
২০১১ খ্রি: ১০০%।
সাল ট্যারেন্টপুল- সাধারণ মোট
২০০৭ - - -
২০০৮- - - -
২০০৯- - - -
২০১০- - - -
২০১১- - - -
১০০% শিশু বিদ্যালয়ে ভর্তি এবং সমাপনী পরীক্ষায় ১০০% পাশ।
অত্র বিদ্যালয়টিকে একটি আদর্শ স্কুল হিসেবে ৮ম শ্রেণী পর্যন্ত উন্নীত করতে চাই।
০১৭১৪-৭৯৮৪৩৩
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস