বিদ্যালয়টি ভৈরব পৌরসভায় শহরে অবস্থিত ওয়ার্ড নং ৪। উপজেলা শিক্ষা অফিস থেকে বিদ্যালয়ের দুরত্ব প্রায় ১ কিলোমিটার। বিদ্যালয়টিতে দুইটি একতলা বিশিষ্ট ভবন রহিয়াছে। বিদ্যালয়ের মোট ২৩.৫ শতাংশ জায়গা রহিয়াছে। মাঝখানে একটি খেলার মাঠ রহিয়াছে। বিদ্যালয়টিতে দেয়াল প্রাচীর রহিয়াছে।
কমলপুর মৌজায় আমলাপাড়া গ্রামে কোমলমতি শিশুদের লেখাপড়ার জন্য নিকটস্থ কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এলাকাবাসী ভৈরব পৌরসভার তৎকালীন চেয়ারম্যান সাহেবের নিকট আবদার হানালে কোমলমতি শিশুদের লেখাপড়ার কথা চিন্তা করে ১৯৮৯ সালে পৌরসভার ২৩.৫ শতাংশ জায়গা লিখিত ভাবে দান করেন। ১৯৯০ সালে রেজিষ্ট্রেশন ভুক্ত হয়ে সরকারী কারিকুলাম অনুযায়ী বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে।
২০১০ সালে পরিচালনা পরিষদ গঠিত হয়ে মোট ১২ সদস্য বিশিষ্ট সদস্য নিয়ে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে।
পাশের সন হার
২০০৭ খ্রি: ৮০%,
২০০৮ খ্রি: ৮৭.৫০%
২০০৯ খ্রি: ১০০%,
২০১০ খ্রি: ৯৬.৪২%,
২০১১ খ্রি: ১০০%
প্রযোজ্য নয়।
২০০৪, ২০০৫ এ ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ২ জন ছাত্রী
সমাপনী পরীক্ষার ফলাফল ১০০% ধরে রাখা ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার জন্য চেষ্টা করা। বিদ্যালয়ে বেশি করে গাছ লাগানো। ফুলের বাগান করা। বিদ্যালয়টিকে মডেল স্কুলে উন্নীত করা এবং ৮ম শ্রেণী পর্যন্ত চালু করা।
০১৭১৮-৩৪০৬৬২
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস