মেঘনা নদীর শাখা নদী কোদালকাটি নদীর তীরে ভৈরব উপজেলার মানচিত্রের মধ্যস্থলে অবস্থিত ৷ এলাকার শিক্ষানুরাগী ও জনগনের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। |
শিমুলকান্দি ইউনিয়ন ও পার্শ্ববর্তী এলাকার লোকজনের সমন্বয়ে আবু সাঈদ এম,এ, এল, এল, বি,ডাঃ নলিনী রঞ্জন দাস,মফিজুল ইসলাম (অবসর প্রাপ্ত পরিচালক খাদ্য প্রশাসন),আব্দুল হাই মাষ্টার,নিজাম উদ্দীন হায়দার প্রমুখ তাদের ঐকান্তিক প্রচেষ্টায় ও বলিষ্ট পদক্ষেপে অক্রুর মনি দাস মহাশয়ের দানকৃত জায়গায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়ে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বাক্ষর বহন করিতেছে ৷ |
ক্র: | নাম | কমিটিতে পদবী | মোবাইল নং | ঠিকানা |
০১. | মোঃ আফিকুল ইসলাম (হারিছ) | সভাপতি | ০১৭১২৬৭৮৯২২ | গ্রাম-শিমুলকান্দি, পোঃ-শিমুলকান্দি, উপজেলা- ভৈরব, জেলা-কিশোরগঞ্জ। |
০২. | ডাঃ নলিনী রঞ্জন দাস | দাতা সদস্য | ০১১৯১৩৪৭৪৭৩ | গ্রাম-শিমুলকান্দি, পোঃ-শিমুলকান্দি, উপজেলা- ভৈরব, জেলা-কিশোরগঞ্জ। |
০৩. | আক্তার হোসেন মিনু | অভিভাবক সদস্য | ০১৭১৪৯৯২৯৫৫ | গ্রাম-মধ্যেরচর, পোঃ-ভৈরব, উপজেলা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ। |
০৪. | আহমেদ হোসেন হায়দার | অভিভাবক সদস্য | ০১৭১৩৫৯৯৯১৪ | গ্রাম-রাজাকাটা, পোঃ-শিমুলকান্দি, উপজেলা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ। |
০৫. | বেলায়েত হোসেন | অভিভাবক সদস্য | ০১৯২২২৮৫৪১৪ | গ্রাম-শিমুলকান্দি, পোঃ-শিমুলকান্দি, উপজেলা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ। |
০৬. | এ.এম মুর্শেদ | অভিভাবক সদস্য | ০১৭১১০৫৩৪৯৯ | গ্রাম-রাজাকাটা, পোঃ-শিমুলকান্দি, উপজেলা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ। |
০৭. | দীন ইসলাম | কো-অপ্ট সদস্য | ০১৭১৬৫০৫১৮৯ | গ্রাম-শিমুলকান্দি, পোঃ-শিমুলকান্দি, উপজেলা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ। |
০৮. | আমেনা বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০১৭৪১১২৮৬৬৮ | গ্রাম-শিমুলকান্দি, পোঃ-শিমুলকান্দি, উপজেলা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ। |
০৯. | আঃ লতিফ | শিক্ষক প্রতিনিধি | ০১৭১৫৯৫৬২১৫ | গ্রাম-রাজাকাটা, পোঃ-শিমুলকান্দি, উপজেলা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ।
|
৮ম শ্রেণি জে,এস,সি পরীক্ষার ফলাফল |
|
৫ বছরের পাবলিক পরীক্ষার ফলাফল |
|
বিদ্যালয়টি প্রতি বছর ৮ম শ্রেণির বৃত্তি পাওয়া অব্যাহত রয়েছে।
২০১১সনে জে,এস, সি পরীক্ষায় ৫টি বৃত্তি সহ এস,এস,সি তে গোল্ডেন A+ প্রাপ্ত ১জন।
|
আবাসিক সুবিধাসহ গুণগত মানসম্পন্ন স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করার পরিকল্পনা আছে।
|
ডাকঃ শিমুলকান্দি, ভৈরব, কিশোরগঞ্জ। Email : shimulkandihs@gmail.com Cell : 01718156832 |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস