বিদ্যালয়টি ১৯৭২সনে প্রতিষিঠত হয় ১৯৭৩ হ সনে জাতীয় করণ হয় । এই বিদ্যায়টি ৫২ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত । বিদ্যালয়ে ৩ টি ভবন রয়েছে। দুটি পাকা একটি আধা পাকা । বিদ্যালয়ে আসের্নিক মুক্ত নলকূপ ও ছাত্র শিক্ষকদের জন্য আলাদা সেটিশেন ব্যবস্থা আছে । পযার্প্ত শ্রেণী কক্ষ ও আসন ব্যবস্থা আছে ।
চরেরকান্দ নয়াহাটি দুই গ্রামে কোন বিদ্যালয় না থাকায় এলাকার জনগণের চাহিদা অনুযায়ী তৎকালীন অবসর প্রাপ্ত শিক্ষক মরহুম আজিজুর রহমান সাহেবের উৎসাহ ও অনুপ্রেরনায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম নোয়াগজী মেম্বার সাহেবের পৃষ্ঠ পোষকতায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে ৪ জন শিক্ষা নুরাগী ব্যক্তির জমিদানের ফলে ১৮/১২/১৯৭৩ খ্রি: বিদ্যালয়ের কাযর্ক্রম শুরু হয় । পরে ১/৭/১৯৭৩ খ্রি: জাতীয় করণের মাধ্যমে সরকারি বিদ্যালয়ে পরিনত হয় ।
বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটি ০৮/০৩/২০১০ সালে গঠিত হয় । কমিটির মোট সদস্য সংখ্যা ১২ জন এর মধ্যে পুরুষ ৬ জন এবং মহিলা ৬ জন। সভাপতির নাম: জনাব মো: রিয়াজ উদ্দিন ।
সন পরীক্ষায় অংগ্রহণ পাশের হার
২০০৭- ৪৭ - ৮৮.৭১%
২০০৮- ৪৪ - ৮০%
২০০৯- ৩৭ - ৬৭.৫৬%
২০১০- ৫২ - ৭৭ %
২০১১- ৬৪ - ১০০%
সাল ট্যারেন্টপুল- সাধারণ মোট
২০০৭ - - -
২০০৮- - - -
২০০৯- - - -
২০১০- - - -
২০১১- - - -
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে অনেক সরকারি কমর্চারী কমকর্তা এন,জি,ও কমকর্তা ও ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছেন ।২০১১ সালে সমাপনী পরীক্ষায় ১০০% পাশ ।
বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদেরকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১০০% এ + পাবার যোগ্য হিসাবে গড়ে তোলা ।এবং ৮ম শ্রেণী পযর্ন্ত উন্নীত করার পরিকল্পনা রয়েছে ।
০১৭১৮-৮১৪৯৪৪
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস