বিদ্যালয়টি ভৈরব উপজেলা পরিষদ থেকে .৫০ কিলোমিটার দুরে অবস্থিত । বিদ্যালয়টি এ গ্রেডভূক্ত । বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয় সংলগ্ন । বিদ্যালয়ের সামনে ১ টি খেলার মাঠ আছে । বিদ্যালয়ে ৪ টি ভবন আছে । তার মধ্যে ১ টি দ্বিতল ভবন আছে ও ৩ টি ১ তলা ভবন আছে । বিদ্যালয়ের পাশ দিয়ে নিরিবিলি ১ টি রাস্তা আছে । বিদ্যালয়টি সুন্দর মনোরম পরিবেশ আছে ।
|
এই কমলপুর গ্রামে বিতর্মানবিদ্যালয় প্রতিষ্ঠার আগে এলাকায় কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিলনা এলাকার ছেলে মেয়েদের লেখাপাড়ার কথা চিন্তা করে মোজাফর নামক এক শিক্ষানুরাগী ও ধনাট্যব্যাক্তি ০.৩৯ শতাংশ জমি বিদ্যালয়ের নামে দান করেন। এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মিলে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন এবং বিদ্যালয়টির নাম দেন কমলপুর মোজাফর বেপারী প্রাথমিক বিদ্যালয় । পযায়ক্রমে বিদ্যালয়টি এ অবস্থানে এসেছে ।
|
বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটি ১৭/০৩/২০১০ সালে গঠিত হয় । কমিটির মোট সদস্য সংখ্যা ১২ জন এর মধ্যে পুরুষ ৭ জন এবং মহিলা ৫ জন
বিগত ৫ বছরের সমাপনী ফলাফল | সন পরীক্ষায় অংগ্রহণ পাশের হার ২০০৭- ১৪৫ -১০০% ২০০৮- ২০৩ - ৯৮% ২০০৯- ১৩৬ - ৯৮% ২০১০- ১৬৭ - ৯৯% ২০১১- ১৭৯ - ১০০% |
সাল ট্যারেন্টপুল- সাধারণ মোট
২০০৭ - - ১৪
২০০৮- - - ১৫
২০০৯- - - ১৩
২০১০- - - ১৮
২০১১- - - ২১
জেলায় শেষ্ঠ বিদ্যলয় হিসাবে পরিতি লাভ , রাষ্টিয় প্রোগ্রামে আংশগ্রহন করে বেশ কয়েকবার উপজেল পযার্য়ে ১ম পুরুস্কার লাভ,বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী সচিব Bwঞ্জwbqvi ,ডাক্তার,কর্ণেল সহ রাজনীতি বিদ ও ব্যাবসায়ী সহ অন্যান্য উচ্চ পদে আসীন রয়েছেন ।
|
০১৬৮৩-৪০৪৬৪৫ ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস