ভৈরব রেলওয়ে ষ্টেশনের দক্ষিণপার্শে অবস্থিত ।অত্র বিদ্যালয়টি ৫০শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত।বিদ্যালয়টি একতল ভবন বিশিষ্টি একটি বিল্ডিং এবং একটি পুরাতন টিন সেট ঘর।বিদ্যালয়ের সামনে খেলার মাঠ আছে ।
প্রতিষ্ঠতা জনাব শহীদ মো: মছলন্দ আলী(মস্তো মিয়া) পৌরসভার চেয়াম্যান থাকাকালীন অবস্থায় নিজে ভূমি ক্রয় করে তাঁর বাবা হাজী জনাব আলী সাহেবের নামে বিদ্যালয়ের নাম দেন এবং নিজের টাকায় বিদ্যালয়ের বতর্মান দোতলা বিল্ডিং এর ভূমি তাঁর পরবর্তী বংশ ধরেরা ক্রয় করে দেন ।
বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটি ২১/৪/২০১০ সালে গঠিত হয় । কমিটির মোট সদস্য সংখ্যা ১২ জন এর মধ্যে পুরুষ ৫ জন এবং মহিলা ৭ জন।
২০০৭- পাশের হার- ১০০%
২০০৮- পাশের হার- ১০০%
২০০৯- পাশের হার- ৯৮.৪%
২০১০- পাশের হার- ১০০%
২০১১- পাশের হার- ১০০%
সাল ট্যারেন্টপুল- সাধারণ
২০০৭ ১ ৪
২০০৮- - ৪
২০০৯- ৩ ৩
২০১০- ৩ ২
২০১১- - ২
বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী বতর্মানে ইঞ্জিনিয়ার ডাক্তর, কর্ণেল পদে রয়েছেন
বিদ্যালরটিকে একটি জুনিয়র বিদ্যালয়ে রুপান্তরিত করা।শ্রেণীকক্ষ, শিক্ষক বৃদ্ধিকরণ এবং আয়া দপ্তরীর ব্যবস্থা সহ সুবিধাদি বৃদ্ধি করণ ।
০১৫৫২-৩০৮৭৫৪
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস